Logo
Logo
×

একাদশ জাতীয় সংসদ নির্বাচন

বাগেরহাট-৩ ও ৪: বিএনপি-জামায়াত প্রার্থীর ভোট বর্জন

Icon

বাগেরহাট প্রতিনিধি

প্রকাশ: ৩০ ডিসেম্বর ২০১৮, ০৮:০৮ এএম

বাগেরহাট-৩ ও ৪: বিএনপি-জামায়াত প্রার্থীর ভোট বর্জন

ছবি: যুগান্তর

বাগেরহাটের ৩ ও ৪ আসনে ঐক্যফ্রন্টের প্রার্থীরা নানা অনিয়মের অভিযোগ তুলে ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন। 

বাগেরহাট-৩ আসনের (রামপাল-মোংলা) ধানের শীষের প্রার্থী বাগেরহাট জেলা জামায়াতের নায়েবে আমির অ্যাডভোকেট শেখ আবদুল ওয়াদুদ এবং বাগেরহাট-৪ আসনের  (মোরেলগজ্ঞ-শরণখোলা) ধানের শীষের প্রার্থী জামায়াত নেতা অধ্যাপক আবদুল আলীম দুপুর সাড়ে ১২টার দিকে ভোট বর্জন করেন। 

বাগেরহাট-৪ আসনের প্রার্থী জামায়াত নেতা আবদুল আলীম দুপুরে জানান, তার নির্বাচনী এলাকার ১৩৬টি কেন্দ্রের প্রায় সবকটি থেকে ধানের শীষের এজেন্টদের বের করে দেয়া হয়েছে। এ ছাড়া তার সমর্থকদের ভোটকেন্দ্রে প্রবেশের পর খোলা টেবিলে নৌকার পক্ষে ভোট দিতে বাধ্য করা হচ্ছে। 

নির্বাচন পরিচালনার দায়িত্বে থাকা কর্মকর্তাদের এ বিষয়ে সুনির্দিষ্ট অভিযোগ করেও কোনো লাভ হয়নি।  এ অবস্থায় প্রশাসনের সহযোগিতায় প্রহশনের এই নির্বাচন থেকে বাধ্য হয়ে সরে দাঁড়িয়েছি। আমি এই মুহূর্তে এ নির্বাচন বর্জন করছি।

বাগেরহাট ভোট

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম