Logo
Logo
×

একাদশ জাতীয় সংসদ নির্বাচন

অমোচনীয় কালি লাগাতে বারণ সালমানের কেন্দ্রে

Icon

যুগান্তর রিপোর্ট

প্রকাশ: ৩০ ডিসেম্বর ২০১৮, ০৮:১০ এএম

অমোচনীয় কালি লাগাতে বারণ সালমানের কেন্দ্রে

ছবি: সংগৃহীত

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১ আসনে আওয়ামী লীগের প্রার্থী সালমান এফ রহমানের কেন্দ্রে ভোট দেয়ার সময় হাতে ভোটের চিহ্ন অমোচনীয় কালি লাগাতে নিষেধ করার অভিযোগ পাওয়া গেছে।

কয়েকজন ভোটার অভিযোগ করেন, রোববার দোহারের মুকসুদপুর ইউনিয়নের সাইনপুকুর সরকারি প্রাথমিক বিদ্যালয়কেন্দ্রে ভোট দিলেও আওয়ামী লীগকর্মীদের নির্দেশে হাতে কালি লাগানো হয়নি।

সকাল সাড়ে ৮টার দিকে প্রিসাইডিং অফিসারের উদ্দেশে সালমান এফ রহমানের সমর্থকদের বলতে শোনা যায়, ভোট নেয়ার সময় যেন কোনো ভোটারের আঙুলে কালি লাগানো না হয়। একজনকে ভোটকেন্দ্রের ভেতর থেকে কালির বাক্স বের করে ফেলারও নির্দেশ দেন তিনি।

পরে কয়েকজন ভোটার সেই কেন্দ্র থেকে ভোট দিয়ে বের হলেও তাদের হাতে অমোচনীয় কালি লাগানো দেখা যায়নি।

ভোট দেয়ার পর আঙুলে কালির দাগ না থাকার বিষয়ে আবদুল মজিদ নামে এক ভোটার বলেন, ভোট দিয়েছি কিন্তু আঙুলে কালি লাগাইনি।

তার মতো একই কথা বলেছেন মোহাম্মদ মোল্লা নামে আরেক ভোটার। সাংবাদিকদের তিনি বলেন, কালি তারা দেয়নি। নাই ওইখানে, দেয় নাই।

তবে এ বিষয়ে বক্তব্যের জন্য ওই কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তার কাছে জানতে চাইলেও কোনো কথা বলতে রাজি হননি তিনি।

জালভোট ঠেকাতে ভোটারের বাম হাতের বৃদ্ধাঙুলে অমোচনীয় কালির চিহ্ন লাগিয়ে দেয়ার নিয়ম আছে নির্বাচন কমিশনের বিধিতে।

নির্বাচন কমিশন জানিয়েছে, কোনো ভোটার অমোচনীয় কালির কলমের চিহ্ন লাগাতে অস্বীকৃতি জানালে অথবা তার যে কোনো আঙুলে অমোচনীয় কালির চিহ্ন থাকলে তাকে ব্যালট পেপার দেয়া হবে না।

সালমান

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম