Logo
Logo
×

একাদশ জাতীয় সংসদ নির্বাচন

ফরিদপুর ২: ভোট বর্জন করলেন ধানের শীষের শামা

Icon

নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি

প্রকাশ: ৩০ ডিসেম্বর ২০১৮, ০৯:৩৫ এএম

ফরিদপুর ২: ভোট বর্জন করলেন ধানের শীষের শামা

ছবি: যুগান্তর

ফরিদপুর ২ (নগরকান্দা-সালথা) আসনে ধানের শীষ প্রার্থী বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু ভোট বর্জন করেছেন। 

নির্বাচনে ভোটগ্রহণের ৩ ঘণ্টা সময় পার হওয়ার পর তিনি নির্বাচন বর্জনের সিদ্ধান্ত গ্রহণ করেন বলে জানান  তার পিএস অ্যাডভোকেট সুমন।

তিনি মোবাইল ফোনে জানান, নৌকার সমর্থকরা সকাল থেকে বিভিন্ন কেন্দ্রে ধানের শীষের এজেন্টদের অবস্থানে বাধা দেয়া, পূর্বেই ভোট কেটে ব্যালট বাক্স ভরে রাখা এবং দুয়েকটি কেন্দ্র ছাড়া সব কেন্দ্র নৌকার সমর্থকরা দখল নেয়ায় প্রার্থী নিজেই ভোটদানে বিরত থেকে বেলা ১১টার দিকে বিভিন্ন গণমাধ্যমে তিনি ভোট বর্জনের সিদ্ধান্ত জানান।

সহকারী রিটার্নিং অফিসার মো. বদরুদ্দোজা শুভ বলেন, এ ব্যাপারে আমার কিছুই জানা নেই।

ফরিদপুর-২ আসনে  ১২৩ ভোটকেন্দ্রে কোন বিচ্ছিন্ন ঘটনা ছাড়াই একটানা ভোটগ্রহণ চলছে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে।
বিএনপির ভোট বর্জনের সংবাদে নির্বাচনে কোনো প্রভাব পড়বে না বলে জানান নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

ফরিদপুর নির্বাচন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম