Logo
Logo
×

একাদশ জাতীয় সংসদ নির্বাচন

নৌকাকে হারিয়ে সুলতান মনসুরের জয়

Icon

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশ: ৩০ ডিসেম্বর ২০১৮, ০৫:২৬ পিএম

নৌকাকে হারিয়ে সুলতান মনসুরের জয়

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-২ আসনে জয়লাভ করেছেন ঐক্যফ্রন্ট প্রার্থী সুলতান মুহাম্মদ মনসুর আহমদ। ফাইল ছবি

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-২ আসনে মহাজোটের প্রার্থী এম এম শাহীনকে হারিয়ে জয়লাভ করেছেন ঐক্যফ্রন্ট প্রার্থী সুলতান মুহাম্মদ মনসুর আহমদ। 

এ আসনে ধানের শীষ প্রতীক নিয়ে তিনি ৭৯ হাজার ৭৮২ ভোট পেয়েছেন।  
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মহাজোট মনোনীত বিকল্পধারার প্রার্থী এম এম শাহীন নৌকা প্রতীক নিয়ে পেয়েছেন ৭৭ হাজার ১৪৭ ভোট।

তবে এ আসনটি ছাড়া বাকি তিন আসনে জয়লাভ করেছেন মহাজোট মনোনীত নৌকার প্রার্থী। 

বেসরকারিভাবে প্রাপ্ত ফলাফলে জানা গেছে, জেলার মৌলভীবাজার-১ আসনে মহাজোট মনোনীত নৌকার প্রার্থী বর্তমান এমপি শাহাব উদ্দিন ১ লাখ ৪৩ হাজার ৬৭৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। 

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঐক্যফ্রন্ট মনোনীত ধানের শীষ প্রার্থী নাসির উদ্দিন আহমদ মিঠু পেয়েছেন ৬৫ হাজার ৮১৪ ভোট। 

মৌলভীবাজার-৩ আসনে মহাজোট মনোনীত নৌকার প্রার্থী ও জেলা আওয়ামী লীগের সভাপতি নেছার আহমদ ১ লাখ ৮৪ হাজার ৫৭৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঐক্যফ্রন্ট মনোনীত ধানের শীষ প্রার্থী নাসের রহমান পেয়েছেন ১ লাখ ৪ হাজার ৫৯৫ ভোট। 

মৌলভীবাজার-৪ আসনে মহাজোট মনোনীত নৌকার প্রার্থী বর্তমান এমপি আব্দুস শহিদ ২ লাখ ১১ হাজার ৬১৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঐক্যফ্রন্ট মনোনীত ধানের শীষ প্রার্থী হাজি মুজিবুর রহমান চৌধুরী পেয়েছেন ৯৩ হাজার ২৯৪ ভোট।

নৌকাকে হারিয়ে সুলতান মনসুরের জয়

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম