Logo
Logo
×

একাদশ জাতীয় সংসদ নির্বাচন

পটুয়াখালী-৪: আ’লীগ প্রার্থী মহিব নির্বাচিত

Icon

রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি

প্রকাশ: ৩১ ডিসেম্বর ২০১৮, ০৪:১৯ এএম

পটুয়াখালী-৪: আ’লীগ প্রার্থী মহিব নির্বাচিত

অধ্যক্ষ মহিব্বুর রহমান মহিব। ছবি: যুগান্তর

পটুয়াখালী-৪ (কলাপাড়া-রাঙ্গাবালী) আসনের আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী অধ্যক্ষ মহিব্বুর রহমান মহিব বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। 

রোববার রাতে বেসরকারি ফলে জানা গেছে, নৌকা প্রতীকের প্রার্থী অধ্যক্ষ মহিব্বুর রহমান মহিব এক লাখ ৮৮ হাজার ৭৮১ ভোট পেয়েছেন। 

তার প্রতিদ্বন্দ্বী ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখা প্রতীকের মুফতি হাবিবুর রহমান পেয়েছেন ৭ হাজার ২২১ ভোট। 

এতে নৌকার মহিব্বুর রহমান ১ লাখ ৮১ হাজার ৫৬০ ভোটের ব্যবধানে বেসরকারিভাবে নির্বাচিত হন। 

অন্যদিকে বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী এবিএম মোশাররফ হোসেন পেয়েছেন ৬ হাজার ৯৭ ভোট। 
  
উল্লেখ্য, রাঙ্গাবালী উপজেলার ৫টি এবং কলাপাড়া উপজেলার ১২টি ইউনিয়ন ও ২টি পৌরসভায় মোট ভোটার সংখ্যা ২ লাখ ৪৯ হাজার ৪৬ জন। 

এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ২৪ হাজার ৭৮৯ জন এবং মহিলা এক লাখ ২৪ হাজার ২৫৭ জন। ভোট কেন্দ্র ১০৯টি।   

মহিব পটুয়াখালী নির্বাচন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম