Logo
Logo
×

একাদশ জাতীয় সংসদ নির্বাচন

গণধর্ষণের ঘটনা তদন্তে নোয়াখালীতে মানবাধিকার কমিশন

Icon

প্রকাশ: ০২ জানুয়ারি ২০১৯, ০৩:১২ পিএম

গণধর্ষণের ঘটনা তদন্তে নোয়াখালীতে মানবাধিকার কমিশন

গণধর্ষণের ঘটনা তদন্তে নোয়াখালীতে মানবাধিকার কমিশন। ছবি: সংগৃহীত

ভোটের দিন নোয়াখালীতে স্বামী-সন্তানকে বেঁধে আলোচিত ধর্ষণের ঘটনায় তদন্তে এসেছে জাতীয় মানবাধিকার কমিশন এবং আইন ও সালিশ কেন্দ্রের দুটি তদন্ত দল।

বুধবার দুপুরে তদন্ত দলের সদস্যরা নোয়াখালী সদর হাসপাতালে চিকিৎসাধীন ওই নারী এবং হাসপাতালের চিকিৎসকদের সঙ্গে কথা বলেন। পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি খন্দকার গোলাম ফারুকও ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

জাতীয় মানবাধিকার কমিশনের তদন্ত দলের প্রধান (পরিচালক, অভিযোগ ও তদন্ত) আল-মাহমুদ ফয়জুল কবীর জানান, ঘটনার খবর শুনে তারা খতিয়ে দেখার জন্য এসেছেন।

রোববার রাতে নোয়াখালীর সুবর্ণচর উপজেলার মধ্যবাগ্যা গ্রামের এক নারীকে (৪০) তার বাড়িতে দলবেঁধে ধর্ষণের অভিযোগ ওঠে। ওই নারী ও তার স্বামী দাবি করেন, নৌকার সমর্থকদের সঙ্গে বাগবিতণ্ডার জেরে তিনি ধর্ষণের শিকার হয়েছেন। তবে স্থানীয় আওয়ামী লীগ নেতারা এ ঘটনার সঙ্গে দলীয় সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার করেছেন।

ওই নারীর স্বামী থানায় যে মামলা দায়ের করেছেন, তাতে ৯ জনকে আসামি করা হয়েছে। বুধবার পর্যন্ত তাদের তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।

মানবাধিকার কমিশনের তদন্ত দলের প্রধান আল-মাহমুদ গণমাধ্যমকে বলেন, আমরা ওই নারী ও চিকিৎসকদের সঙ্গে কথা বলেছি। মেডিকেল প্রতিবেদন হাতে পাওয়ার পর তদন্ত প্রতিবেদন কমিশনে জমা দেওয়া হবে।

প্রয়োজনে ‘ভিকটিমকে’ আইনি সহযোগিতা দেওয়া হবে জানিয়ে আল-মাহমুদ বলেন, যে কোনো অধিকার লঙ্ঘনের ঘটনায় মানবাধিকার কমিশন ভুক্তভোগীর পাশে থাকবে।

তদন্ত দলের অন্য দুই সদস্য হলেন মানবাধিকার কমিশনের উপ-পরিচালক সুস্মিতা পাইক ও গাজী সালাহউদ্দিন।

আইন ও সালিশ কেন্দ্রের তদন্ত দলের প্রধান সেলিনা আক্তার জানান, ঘটনার সঙ্গে কারা জড়িত, কোন প্রেক্ষাপটে কী ঘটেছে এসব জানার চেষ্টা করবেন তারা।

তিনি বলেন, আমরা বিভিন্ন লোকের সঙ্গে কথা বলব। ঘটনাস্থলে যাব। বিস্তারিত তদন্ত করব।

এ দলের অন্য দুই সদস্য হলেন নার্গিস আক্তার ও হাসিবুর রহমান।

জেলার পুলিশ সুপার মো. ইলিয়াছ শরীফ বলেন, মামলা হওয়ার পর সোমবার কুড়াইল্যা বাসু (৪০) নামে একজনকে গ্রেফতার করে পুলিশ।

এরপর মঙ্গলবার রাতে ও বুধবার দুপুরে কুমিল্লা ও লক্ষ্মীপুরে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয় সোহেল (৩৫) ও স্বপন (৩৫) নামে দুজনকে।

এসপি ইলিয়াছ শরীফ আরও জানান, পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি খন্দকার গোলাম ফারুক বুধবার বিকাল সাড়ে ৫টার দিকে ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় তিনি স্থানীয়দের সঙ্গে কথা বলেছেন।

নোয়াখালী মানবাধিকার কমিশন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম