গাজীপুরের দুই এমপি মন্ত্রী হওয়ার ফোন পেয়েছেন
গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: ০৬ জানুয়ারি ২০১৯, ০৪:০৯ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
একাদশ সংসদ নির্বাচনে গাজীপুর-১ আসন থেকে নির্বাচিত আ ক ম মোজাম্মেল হক এবং গাজীপুর-২ আসন থেকে নির্বাচিত মো. জাহিদ আহসান রাসেল রোববার দুপুরে মন্ত্রী ও প্রতিমন্ত্রী হওয়ার ফোন পেয়েছেন।
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের জনসংযোগ কর্মকর্তা মো. আলমগীর হোসেন জানান, রোববার দুপুরে গাজীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক স্যার এবারও আগের মন্ত্রণালয়ে মন্ত্রী মনোনিত হওয়ার ফোন পেয়েছেন। এর আগে তিনি ১০ম সংসদ নির্বাচনে নির্বাচিত হওয়ার পর মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী হয়েছিলেন।
অপর দিকে গাজীপুর মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও জাহিদ আহসান রাসেল এমপির চাচা মো. মতিউর রহমান মতি জানান, রোববার দুপুরে মন্ত্রী পরিষদের সচিব রাসেলকে ফোনে জানিয়েছেন তাকে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মনোনিত করা হয়েছে। সোমবার তাদের শপথের জন্য ডাকা হয়েছে। তার বাবা আহসানউল্লাহ মাস্টার একই আসনে এমপি ছিলেন।
২০০৪ সালে দূর্বৃত্তের গুলিতে নিহত হন আহসানউল্লাহ মাস্টার। গাজীপুর-২ আসনে ওই বছরের উপনির্বাচন থেকে শুরু করে একাধারে চার বার সংসদ সদস্য নির্বাচিত হলেন জাহিদ আহসান রাসেল। এবারই তিনি প্রথম কোন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হলেন।
এর আগে জাহিদ আহসান রাসেল যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির সভাপতি হিসেবে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেন।
