কোন দল থেকে নির্বাচনে অংশ নিচ্ছেন মেঘনা আলম
বিনোদন ডেস্ক
প্রকাশ: ২৫ ডিসেম্বর ২০২৫, ০১:০২ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করছেন সাবেক মিস আর্থ বাংলাদেশ ও বহু আলোচিত মেঘনা আলম। তিনি ঢাকা-৮ আসন থেকে গণ অধিকার পরিষদের প্রার্থী হিসেবে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন।
বুধবার (২৪ ডিসেম্বর) নিজেই মেঘনা আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
এই আসনে সম্ভাব্য আরেক প্রার্থী ছিলেন ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ ওসমান হাদি। ১২ ডিসেম্বর পল্টনের বক্স কালভার্ট রোডে গুলিবিদ্ধ হওয়ার পর তিনি ঢাকা মেডিকেল ও পরে এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন। অবস্থার অবনতি হওয়ায় তাকে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর রাতে তার মৃত্যু ঘটে।
ফেসবুকে মেঘনা আলম জানান, তিনি ঢাকা-৮ আসনকে নারীদের জন্য সবচেয়ে নিরাপদ এলাকা হিসেবে গড়ে তুলবেন। তিনি আরও বলেন, নারীদের সুরক্ষার জন্য আধুনিক ও কার্যকর সিসিটিভি ব্যবস্থা স্থাপন করা হবে, যাতে রাস্তায় চলাফেরার সময় কোনো নারী হ্যারাসমেন্ট বা অনাকাঙ্ক্ষিত স্পর্শের শিকার না হন।
মেঘনা এও উল্লেখ করেছেন, এই এলাকায় বিশেষ ট্রাফিক ব্যবস্থা গড়ে তোলা হবে, যাতে মানুষ নিরাপদে হেঁটে চলতে এবং সাইকেল ব্যবহার করতে পারে। এছাড়া ঢাকা-৮ এলাকার মানুষের পুষ্টি, পরিচ্ছন্ন জীবনযাপন, সামাজিক ও আইনগত জ্ঞানের উন্নয়নকে তার অগ্রাধিকার হিসেবে বিবেচনা করা হবে।

