Logo
Logo
×

বিনোদন

বুড়িগঙ্গার তীরে ধারণ করা বিশেষ ‘ইত্যাদি’ আবার পর্দায়

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ৩১ জুলাই ২০২৫, ১১:০০ এএম

বুড়িগঙ্গার তীরে ধারণ করা বিশেষ ‘ইত্যাদি’ আবার পর্দায়

ইত্যাদির এই পর্বটি ১৬ বছর আগে ধারণ করা হয়েছে। সংগৃহীত ছবি

জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠানইত্যাদিএখনো যেন অপ্রতিদ্বন্দ্বী হয়ে আছে। এমন ম্যাগাজিন অনুষ্ঠান আর দ্বিতীয়টির জন্ম হয়নি। টেলিভিশন দর্শকরা যেন ইত্যাদিকে হৃদয়ে ধারণ করে নিয়েছেন। এ অনুভব থেকে ইত্যাদির নির্মাতা হানিফ সংকেত পুরান ঢাকার প্রদর্শন করা পুরোনো একটি পর্ব  আবার দেখার সুযোগ করে দিলেন।

১৬ বছর আগে বুড়িগঙ্গার নদীর তীরে ধারণ করা একটি বিশেষ সংকলিত পর্ব আগামীকাল  শুক্রবার (১ আগস্ট) রাত ৮টার বাংলা সংবাদের পর প্রচার করা হবে। বাংলাদেশ টেলিভিশনের পর্দায় দেখা যাবেইত্যাদি পর্বটি। ঐতিহ্যবাহী আহসান মঞ্জিলের সামনে ধারণ করা হয়েছে এ পর্বটি। অনুষ্ঠানটি রচনা, পরিচালনা উপস্থাপনায় আছেন হানিফ সংকেত।

১৬ বছর আগে বুড়িগঙ্গার নদীর তীরে ধারণ করা একটি বিশেষ সংকলিত পর্ব আগামীকাল  শুক্রবার (১ আগস্টরাত ৮টার বাংলা সংবাদের পর প্রচার করা হবে। 

পুরান ঢাকার ঐতিহ্যবাহী আহসান মঞ্জিলের আংশিক পর্ব ছাড়াও আরও থাকছে বিদ্রূপাত্মক নাট্যাংশ। সামাজিক অসঙ্গতি সমসাময়িক বাস্তবতা নিয়ে নির্মিতইত্যাদি বিভিন্ন পর্ব থেকে নির্বাচিত কিছু নাট্যাংশ তুলে ধরা হবে সংকলিত পর্বে। পাশাপাশি থাকবে জনপ্রিয় বিভাগ নানি-নাতি, মামা-ভাগনে, দর্শক পর্ব চিঠিপত্র।

ইত্যাদি কর্তৃপক্ষের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ২০০৯ সালের আগস্টে প্রথম প্রচারিত হয়েছিলইত্যাদি পর্বটি। ঢাকার পুরান অংশের কুমারটুলীতে, বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত, স্থাপত্য ঐতিহাসিক গুরুত্বে অনন্য আহসান মঞ্জিলের সামনে উন্মুক্ত মঞ্চে ধারণ করা হয়েছিল এটি।

শতাব্দী প্রাচীন ভবন একসময় ছিল ঢাকার নবাবদের রাজকীয় আবাস জমিদারির সদর কাছারি। বর্তমানে এটি বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ জাদুঘর। অনুষ্ঠানটির পর্বে দর্শকরা দেখতে পাবেন বর্ষাকালের আবহ মাথায় রেখে টাঙ্গাইলে ধারণ করা পর্ব থেকে সংকলন করা বৃষ্টি নিয়ে লেখা একটি আবেগঘন গান, যেটি গেয়েছেন সংগীতশিল্পী সামিনা চৌধুরী। গানের কথা লিখেছেন গীতিকার মোহাম্মদ রফিকউজ্জামান এবং সুর সংগীত পরিচালনা করেছেন আলী আকবর রুপু।

 ‘ইত্যাদি পর্বেও রয়েছে কয়েকটি বিশেষ প্রতিবেদন। নীলফামারীর সীমান্তবর্তী গ্রাম ডিমলার প্রতিবন্ধী নারী বানু আক্তারের জীবনের সংগ্রাম সাহস নিয়ে নির্মিত একটি মানবিক প্রতিবেদন। নাটোরের লক্ষণবাড়িয়া গ্রামের মো. জাকির হোসেন তারআম চিঠি’–সংক্রান্ত উদ্যোগ নিয়ে থাকছে একটি ব্যতিক্রমী প্রতিবেদন।

নিদর্শন সংগ্রাহক আবদুস সামাদ মন্ডলের সংগ্রামী জীবনের অনুসন্ধানী চিত্র, যিনি জীবনের অর্ধেক সময় ব্যয় করেছেন প্রাচীন নিদর্শন সংগ্রহে। এ ছাড়া দর্শক দেখতে পাবেন তাজমহল নিয়ে ভারতের আগ্রা থেকে প্রেরিত একটি বিদেশি তথ্যবহুল প্রতিবেদনও।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম