Logo
Logo
×

বিনোদন

নচিকেতাকে শাসালেন মমতা

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৫, ০৮:১০ পিএম

নচিকেতাকে শাসালেন মমতা

মমতা বন্দ্যোপাধ্যায় ও নচিকেতা। ছবি: সংগৃহীত

কলকাতার একটি দুর্গাপূজার উদ্বোধনে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একই মঞ্চে উপস্থিত ছিলেন জনপ্রিয় সংগীতশিল্পী নচিকেতা চক্রবর্তী। অনুষ্ঠানে গায়ককে শাসান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

মূলত নচিকেতার লাইফস্টাইল নিয়ে বিরক্তি প্রকাশ করেন মমতা। কেন এত রোগা হয়ে যাচ্ছেন, সেই প্রশ্নও তোলেন তিনি। তিন বেলায় কী কী খেতে হবে সেই পরামর্শ দেন তিনি। এমন কথা জানিয়েছেন খোদ সংগীতশিল্পী নচিকেতা চক্রবর্তী।

গতকাল শনিবার (২১ সেপ্টেম্বর) সংবাদমাধ্যমে নচিকেতা বলেন, তিনি মোটেই খাদ্যরসিক নন। খেতে তেমন ভালোই লাগে না। অনেক কিছু খেতে বলেছেন মুখ্যমন্ত্রী। বিশেষত কিউই ও ব্লু-বেরি বেশি করে খেতে বলেছেন তিনি।

গায়ক নিরামিষাশী। অন্যদিকে মুখ্যমন্ত্রী বারবার প্রোটিনসমৃদ্ধ খাবার খেতে বলেছেন তাকে। নচিকেতা বলেন, আমার খাওয়া বলতে আলুপোস্ত। ওটাই আমি খাই। পশুজাত প্রোটিন আমি খাই না। কিউই আর ব্লু-বেরি খাওয়া যেতে পারে। তিনি বলেন, এ ছাড়া ডালে তো প্রোটিন আছেই। আসলে তিনি চান, আমি যেন বেশি দিন গানটা গেয়ে যেতে পারি।

মুখ্যমন্ত্রী নিজেও রোগা হয়েছেন। ওজনও কমেছে অনেকটাই। তবে এই কথা সরাসরি তাকে কেউ বলতে পারেন না। হাসতে হাসতে জানান নচিকেতা। তিনি বলেন,  আমি যদিও রোজ উনাকে বলি। তবে এত সুস্থ মানুষ আমি দেখিনি। ভেতর থেকে খুব সুস্থ তিনি। দিনে একটা মানুষ যদি ২০ কিলোমিটার হাঁটতে পারেন, তাকে আর কী বলব। উনার কোনো ডায়েটিশিয়ানের দরকার পড়ে না। একাই একশ। শক্তিকেন্দ্র একটা পুরো। উনার মতো পরিশ্রম কেউ করতে পারবে না বলেও জানান এ সংগীতশিল্পী।

বাইরে থেকে ওজন কমলেও ভেতর থেকে মুখ্যমন্ত্রী সুস্থ। রসিকতা করেই নচিকেতা বলেন, বাইরে থেকে রোগা, কিন্তু ভেতর থেকে দারোগা।

নন্দীগ্রাম আন্দোলনের সময় থেকে মুখ্যমন্ত্রীর সঙ্গে অনেকটা সময় কাটিয়েছেন নচিকেতা। তখনো দেখেছেন, খুব স্বল্পাহারী মুখ্যমন্ত্রী। গায়ক বলেন, ওর মধ্যে মাতৃত্বসুলভ একটা ব্যাপার রয়েছে। আমরা তো সরাসরি রাজনীতির মানুষ নই। কিন্তু তাও আমাদের সম্মান দিয়েছেন। তাই উনার প্রতি আমি পক্ষপাতী। বাবা-মা বা পরিবারের প্রতি আমরা যেমন, ঠিক তেমনই আমি উনার প্রতি পক্ষপাতী। সংগীতের প্রতি উনার ধারণাও চমৎকার। আগের সরকার তো এভাবে ভাবেনি। আমাদের মানুষ বলেই ভাবা হতো না। আমাদের কাজ ছিল শুধু লোক জড়ো করা।

মমতা বন্দ্যোপাধ্যায় মাত্র ৭ মিনিটে মানুষের সঙ্গে মিশে যেতে পারেন বলে জানান। পাশাপাশি এও জানান, স্বাস্থ্য নিয়ে মুখ্যমন্ত্রী পরামর্শ মেনে চলার চেষ্টা করবেন তিনি।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম