Logo
Logo
×

বিনোদন

ভাইরাল সেই ভিডিও নিয়ে মুখ খুললেন পিয়া জান্নাতুল

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৭ এএম

ভাইরাল সেই ভিডিও নিয়ে মুখ খুললেন পিয়া জান্নাতুল

আইনজীবী-মডেল পিয়া জান্নাতুল। ছবি: সংগৃহীত

একসময় মডেলিং ও অভিনয় নিয়ে ব্যস্ত সময় কেটেছে পিয়া জান্নাতুলের। পরে আইনপেশায় মনোযোগী হন। বিতর্কিত আইনজীবী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনের চেম্বারে সহকারী আইনজীবী হিসেবে কাজও করেছিলেন। সে সময়কার একটি ভিডিও তাকে পরবর্তীতে নাকি তাকে বেশ বিপাকে ফেলেছে। সম্প্রতি একটি অনুষ্ঠানে সাংবাদিকদের তেমনটিই জানিয়েছেন তিনি।

কালো কোট পরে ব্যারিস্টার সুমনের পাশে দাঁড়িয়ে থাকা পিয়ার সেই ভিডিওতে দেখা যায়, তিনি মুচকি হাসছেন। মুহূর্তেই সেটি ভাইরাল হয় সামাজিক মাধ্যমে। সেই এক ঝলক হাসিই রাতারাতি তাকে ট্রেন্ডিংয়ের শীর্ষে তুলে দেয়। ক্লিপটি ঘিরে তৈরি হয় অসংখ্য রিলস, মিম আর ভিডিও।

সেই ভাইরাল ভিডিওর কারণে ৫ আগস্টের পরে বিশাল মাসুল গুনতে হয়েছে উল্লেখ করে এই আইনজীবী-মডেল বলেন, ‘তখন কোন ভুলে হাসছিলাম আমি জানি না, এবং সেটা ভাইরাল হওয়ার কারণে আমি নিজে যে পরিমাণ ভোগান্তির মধ্য দিয়ে গিয়েছি বিশেষ করে ৫ আগস্টের পর, সেটা বলার বাইরে।’

শোবিজ অঙ্গনে অনেক আইনজীবী থাকলেও নিয়মিত আদালতে প্র্যাকটিস করেন এমন তারকা বিরল। পিয়া জান্নাতুল সেখানে ব্যতিক্রম। তবে একটি মুচকি হাসি যে এত বড় আলোচনার জন্ম দেবে পাশাপাশি তাকে বিব্রত করবে, সেটি হয়তো ভাবেননি কখনো এই তারকা।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম