Logo
Logo
×

বিনোদন

‘সত্যিটা খুব তাড়াতাড়ি প্রকাশ্যে আসবে’

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৫২ পিএম

‘সত্যিটা খুব তাড়াতাড়ি প্রকাশ্যে আসবে’

শিল্পা শেঠি। ছবি: সংগৃহীত

বলিউড অভিনেত্রী শিল্পা শেঠির স্বামী রাজ কুন্দ্রার বিরুদ্ধে ৬০ কোটি রুপির বেশি আর্থিক প্রতারণার অভিযোগে মামলা হয়েছে। এতে নিজের নাম জড়ানোয় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন অভিনেত্রী। তিনি মিথ্যা তথ্য ও মানহানিকর সংবাদ ছড়ানোর বিরুদ্ধেও আইনি ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়েছেন। অন্যদিকে প্রতারণার অভিযোগ প্রসঙ্গে রাজ কুন্দ্রা বলেছেন—আমি বলব, আর একটু অপেক্ষা করুন। আমরা এই জীবনে কোনো ভুল কাজ করিনি এবং করবও না। সত্যিটা খুব তাড়াতাড়ি প্রকাশ্যে আসবে।

এদিকে শিল্পা শেঠির আইনজীবী এ তথ্যকে সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবি করেছেন। তিনি বলেন, আমার মক্কেল ১০ বছর আগে কোনো ১৫ কোটি রুপি লেনদেন করেননি। যারা এ ধরনের ভুল তথ্য প্রচার করেছে, তাদের বিরুদ্ধে আমরা কঠোর আইনি পদক্ষেপ নেব।

আইনজীবী আরও বলেন, কোন উৎস থেকে এ ধরনের ভুল খবর ছড়ানো হচ্ছে, আমরা তা খুঁজে বের করার চেষ্টা করছি। যেসব সংবাদমাধ্যম ভুল তথ্য দিয়ে আমার মক্কেলের মানহানি করার চেষ্টা করেছে, তাদের বিরুদ্ধে আমরা ফৌজদারি মামলা করতে বাধ্য হব। যেহেতু মামলাটি বিচারাধীন, তাই এর বেশি কিছু বলা সম্ভব নয়।

উল্লেখ্য, রাজ কুন্দ্রার বিরুদ্ধে ৬০ কোটি রুপিরও বেশি প্রতারণার অভিযোগ উঠেছে। অভিযোগকারী দাবি করেছেন, এই টাকা চারজন নায়িকার ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হয়েছে, যার মধ্যে অন্যতম হচ্ছে— শিল্পা শেঠি, বিপাশা বসু ও নেহা ধুপিয়া।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম