Logo
Logo
×

বিনোদন

ইউটিউবের বিরুদ্ধে মামলা করলেন অভিষেক-ঐশ্বরিয়া

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০২ অক্টোবর ২০২৫, ০৭:৫৪ পিএম

ইউটিউবের বিরুদ্ধে মামলা করলেন অভিষেক-ঐশ্বরিয়া

সংগৃহীত ছবি

বলিউডের জনপ্রিয় তারকা দম্পতি সাবেক বিশ্বসুন্দরী অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন অভিষেক বচ্চন ইউটিউবের বিরুদ্ধে মামলা করেছেন। মামলায় গুগলসহ অন্যদের কাছ থেকে চার লাখ ৫০ হাজার ডলার, যা বাংলাদেশি মুদ্রায় চার কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করেছেন তারা। সেই সঙ্গে ধরনের ডিপফেক ভিডিও শেয়ার করার ওপর স্থায়ী নিষেধাজ্ঞা চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছেন তারকা দম্পতি।

একটি গণমাধ্যমের প্রতিবেদন সূত্রে জানা গেছে, মানহানিকর বিভ্রান্তিকর কন্টেন্ট প্রচারের অভিযোগে তারা প্ল্যাটফর্ম ইউটিউব এবং এর মূল সংস্থা গুগলের বিরুদ্ধে মামলা করেছেন। অভিষেক ঐশ্বরিয়ার অভিযোগের কেন্দ্রবিন্দুতে রয়েছে ইউটিউবে প্রচারিত শত শত লিঙ্ক এবং স্ক্রিনশট, যেখানে এআইয়ের মাধ্যমে তৈরি ভিডিওতে তাদের নিয়েভয়াবহ’, ‘যৌন উসকানিমূলকএবংকাল্পনিকবিষয়বস্তু দেখানো হয়েছে।

আদালতে দেওয়া মামলায় তারা উল্লেখ করেছেন, ইউটিউবে এমন একাধিক ভিডিও পাওয়া যায়, যেখানে তাদের ছবি কণ্ঠস্বর ব্যবহার করে ভুয়া, বিভ্রান্তিকর এবং মানহানিকর উপায়ে চিত্রিত করা হয়েছে। এর উদাহরণ হিসেবে আবেদনে 'অভিষেক বচ্চন হঠাৎ কোনো চলচ্চিত্র অভিনেত্রীকে চুম্বন করছেন' বা 'ঐশ্বরিয়া রাই বচ্চন এবং সালমান খান একসঙ্গে ডিনার করছেন'—এমন মনগড়া ভিডিওর কথা উল্লেখ করা হয়েছে।

আবেদনকারী তারকা দম্পতি যুক্তি দিয়েছেন, জাতীয় ভিডিওগুলো কেবল তাদের সুনামকেই আঘাত করছে না, বরং এটি তাদের গোপনীয়তার মৌলিক অধিকারেরও মারাত্মক লঙ্ঘন করছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম