Logo
Logo
×

বিনোদন

নীরবে-নিভৃতে যে কাজ করেন জয়া বচ্চন, জানালেন সুশান্ত

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৫, ১১:০৯ এএম

নীরবে-নিভৃতে যে কাজ করেন জয়া বচ্চন, জানালেন সুশান্ত

বলিউডের বর্ষীয়ান অভিনেত্রী জয়া বচ্চন ইন্ডাস্ট্রিতে বদমেজাজি হিসাবে পরিচিত। নানা কারণে তাকে নিয়ে মানুষ নিন্দামন্দ করে থাকেন। কিন্তু তার একটি অচেনা দিকও আছে, যে কথা কেউই জানেন না। তারা শুধু জানেন— ছবি তুলতে পছন্দ করেন না জয়া বচ্চন, বিরক্তিবোধ করেন। তাই ক্যামেরা দেখলেই মেজাজ হারান অভিনেত্রী। 

সে কারণে প্রায়ই কটাক্ষের শিকারও হতে হয় জয়া বচ্চনকে। কিন্তু তিনি নাকি নীরবে বেশ ভালো কাজ করে যাচ্ছেন। এইচআইভি ও ক্যানসার আক্রান্ত শিশুদের নিয়মিত সাহায্য করেন অভিনেত্রী। সামাজিক মাধ্যমে জয়া বচ্চনকে নিয়ে লেখা দীর্ঘ পোস্টে এমনটাই জানালেন অভিনেতা সুশান্ত দিবগীকর।

সুশান্ত লিখেছেন, জয়াদির বিষয়ে মানুষ প্রায়শই বদনাম করে থাকেন। সামাজিক মাধ্যমে তাকে প্রবলভাবে আক্রমণ করা হয়। ওর বিষয়ে কিছু গল্প তৈরি করা হয়েছে। কিন্তু মানুষ আসলে জানেই না ওর ব্যাপারে। না জেনে ওকে নিয়ে অত্যন্ত খারাপ মন্তব্য করে থাকেন তারা। 

তিনি বলেন, ভারতের শিল্পীদের মধ্যে জয়া বচ্চন অন্যতম। কিন্তু মানুষ তাকে ভুল বুঝে আক্রমণ করে থাকেন। 

একটি স্বেচ্ছাসেবী সংস্থার অনুষ্ঠানের কথা উল্লেখ করে সুশান্ত দিবগীকর বলেন, সংস্থার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকতে হবে এবং বাচ্চাদের সঙ্গে সময় কাটাতে হবে— এই ছিল শর্ত। সেই অনুষ্ঠানে আসতে রাজি হয়েছিলেন মাত্র তিনজন তারকা। 

তিনি বলেন, সেই তিনজন ‘দেবদূত’ হয়ে এসেছিলেন— রাভিনা ট্যান্ডন, যুবরাজ সিং ও জয়া বচ্চন।

বিভিন্ন শহর ও গ্রামের শিশুদের পাশে দাঁড়িয়েছিলেন বর্ষীয়ান এই অভিনেত্রী। কেউ বিশেষভাবে সক্ষম, কেউ দৃষ্টিশক্তিহীন, কেউ এইচআইভি আক্রান্ত। তাদের চিকিৎসা ও শিক্ষার জন্য সাহায্যের হাত বাড়িয়েছিলেন তিনি। শিশুদের মায়ের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখেন। কিন্তু এই সবটাই করেন সংবাদমাধ্যম ও ক্যামেরার আড়ালে। সেই অনুষ্ঠানে আসার সময়েও বর্ষীয়ান অভিনেত্রী শর্ত দিয়েছিলেন— সংবাদমাধ্যম যেন না থাকে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম