‘সন্তান নেওয়ার কথা বললে তাকে থাপ্পড় দেব’ কেন বললেন অভিনেত্রী
বিনোদন ডেস্ক
প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৫, ০২:১৯ পিএম
পাকিস্তানি অভিনেত্রী ও টিভি হোস্ট আমিনা মালিক। ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
পাকিস্তানি অভিনেত্রী ও টিভি হোস্ট আমিনা মালিক সামা টিভির মর্নিং শো-তে এক আবেগঘন সাক্ষাৎকারে নিজের তিনটি গর্ভপাতের যন্ত্রণার কথা প্রকাশ করেছেন। তিনি জানান, এই ক্ষতির পর তার ছোট কন্যার জন্ম তার পারিবারিক জীবনের দৃষ্টিভঙ্গি বদলে দিয়েছে।
আমিনা হোস্ট মাদেহা নকভির সঙ্গে আলাপচারিতায় বলেন, তিনবার গর্ভের ধারাবাহিক ক্ষতি তার জীবনের ‘সবচেয়ে কষ্টকর সময়’ ছিল। তিনি উল্লেখ করেন, সাত মাস এবং পাঁচ মাসের গর্ভের শিশু মৃত অবস্থায় জন্ম হয়েছিল, পাশাপাশি ২০২০ সালে আরও একটি দুঃখজনক ঘটনা ঘটেছিল।
তিনি বলেন, এই ক্ষতির আগে তার একজন কন্যা সন্তান ছিল। ক্ষতিগ্রস্ত সময়ের পর তিনি আরও সন্তান জন্ম দেওয়ার চেষ্টা না করার সিদ্ধান্ত নেন। সামাজিক চাপের কথা উল্লেখ করে আমিনা বলেন, ‘যদি এখন কেউ সন্তান নেওয়ার কথা বলে, আমি তাকে থাপ্পড় দেব।’
শো–তে আমিনা জানান, তিনি দুই কন্যা সন্তানের জননী। তিনি শিশুদের প্রসেসড খাবার না খাওয়ানোর প্রতি গুরুত্ব দেন এবং অতিথিদের নির্দেশ দেন বাড়ির তৈরি খাবার খেতে। এছাড়াও, তিনি ব্যক্তিগত মূল্যবোধ শেয়ার করেন এবং বলেন, তিনি মিথ্যাবাদী মানুষকে সহ্য করতে পারেন না এবং জীবনে সরল সম্পর্ককে প্রাধান্য দেন।
মানসিক স্বাস্থ্য নিয়ে তিনি সতর্কবার্তা দেন। তিনি বলেন, মানসিক সমস্যা মোকাবিলায় শুধুমাত্র বন্ধু বা আত্মীয়কে ভরসা না করে পেশাদার পরামর্শ নেওয়া উচিত।
অভিনেত্রী সহকর্মীদেরও পরামর্শ দেন, অর্থ সঞ্চয় ও বিনিয়োগ করতে এবং পরিবার সমর্থনকারী অভিনেত্রীদের জন্য প্রযোজকদের আরও কাজের সুযোগ দিতে। তিনি জানান, ভবিষ্যতে রিয়েল এস্টেট ব্যবসা শুরু করার পরিকল্পনা আছে, তবে বিস্তারিত জানাননি।
আমিনা মালিক একজন পাকিস্তানি মডেল, অভিনেত্রী ও হোস্ট। তিনি মেরা দিল মেরা দুশমন, মায়ি রি, লাপাতা, খাস, বেবাক, সোতেলি মমতা, দেওয়ার-ই-শব এবং মা সদকাইসহ বিভিন্ন ধারাবাহিকে কাজ করেছেন। সম্প্রতি তিনি এআরওয়াই ডিজিটাল–এর হিট সিরিজ শের–এ অভিনয়ের জন্য প্রশংসিত হন।
তিনি ২০ বছর বয়সে বিয়ে করেন এবং দুই কন্যার মা। আমিনা মালিক বিভিন্ন সময়ে ডন নিউজ–এর মর্নিং শো–তে উপস্থিত হয়েছেন এবং সামা টিভির সুবাহ কা সামা–তে সাম্প্রতিক অংশগ্রহণও করেছেন।


