Logo
Logo
×

বিনোদন

বিয়ের ১৫ মাস পর গোপন তথ্য ফাঁস করলেন সোনাক্ষী

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৫, ০৪:০৮ পিএম

বিয়ের ১৫ মাস পর গোপন তথ্য ফাঁস করলেন সোনাক্ষী

বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা ও তার স্বামী অভিনেতা জাহির ইকবাল। ছবি: সংগৃহীত

বিয়ের ১৫ মাস পর এসে নিজেদের একটা গোপন তথ্য ফাঁস করলেন বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা। বিয়ের অনেক আগেই নিজেদের জন্য বাড়ি কেনেন বলে জানান তিনি। বলেন, তিনি ও তার স্বামী অভিনেতা জাহির ইকবাল বিয়ের আগেই মুম্বাইয়ে তাদের বিশাল অ্যাপার্টমেন্টটি কিনেছিলেন।

সম্প্রতি নিজের এক ইউটিউব ভ্লগে সোনাক্ষী বাড়ির সংস্কার ও ডিজাইন নিয়ে বিস্তারিত শেয়ার করেছেন। সেখানে জাহিরও উপস্থিত ছিলেন।

ভিডিওতে সোনাক্ষী ভক্তদের ঘুরিয়ে দেখিয়েছেন তাদের প্রায় প্রস্তুত নতুন বাসা—ড্রয়িংরুম, রান্নাঘর থেকে শুরু করে বাড়ির নানা কোণা। জানান, তাদের স্বপ্নের বাড়িটি গত ৯ মাস ধরে সংস্কারের কাজ চলছিল, আর এখন সেটি শেষ পর্যায়ে রয়েছে।

একই সময় জাহির ইকবাল বলেন, তারা বিয়ের অনেক আগেই বাড়ি কেনার প্রক্রিয়া শুরু করেছিলেন। তবে সংস্কারের কাজ শুরু করেন বিয়ের পর। 

তার ভাষায়, ‘আমরা আমাদের ইন্টেরিয়র ডিজাইনারকে খুঁজে পাই বিয়ের মাত্র দশ দিন আগে—তিনি এর আগে একই বিল্ডিংয়ের ছয়টি ফ্ল্যাটে কাজ করছিলেন’। 

জাহির এ সময় ঠিকাদারদের কৃতিত্ব দিয়ে বলেন, তারা মাত্র নয় মাসে কাজ শেষ করতে পেরেছেন। 

সোনাক্ষীর জন্য জাহিরের উপহার

এদিকে, নিজের অদ্ভুত রুচির কথা শেয়ার করে জাহির মজার ছলে বলেন, তিনি সবসময় এমন একটি বেসিন চাইতেন ‘যেখানে পানি একেবারে মাঝখান দিয়ে পড়বে, আর কল ছুঁতে হবে না’ এবং এমন আসবাবপত্র চাইতেন ‘যেটা এতটাই মজবুত যে যেকোনো সময় কেউ তার ওপর দাঁড়িয়ে নাচতে পারবে’।

জাহিরের এ কথা শুনে সোনাক্ষী হেসে দেন। যোগ করেন, তিনি ঘরের ইন্টেরিয়রে পরিষ্কার-সাদা একটি থিমই বেশি পছন্দ করেন, যা তার সরল অথচ মার্জিত রুচিকে প্রতিফলিত করে।

Sonakshi says she and Zaheer bought their home before marriage

প্রেম থেকে দাম্পত্যে পথচলা

বিয়ে করার আগে সাত বছর ধরে সম্পর্কে ছিলেন সোনাক্ষী ও জাহির। তাদের প্রথম দেখা হয়েছিল সালমান খান আয়োজিত এক পার্টিতে। সালমান প্রযোজিত ‘নোটবুক’ সিনেমার মাধ্যমে ২০১৯ সালে বলিউডে অভিষেক হয় জাহিরের। অন্যদিকে সোনাক্ষী জাহিরের সঙ্গে অভিনয় করেন ২০২২ সালের ‘ডাবল এক্সএল’ সিনেমাতে এবং ‘ব্লকবাস্টার’ মিউজিক ভিডিওতেও।

গত বছরের ২৩ জুন মুম্বাইয়ে নিজেদের বাসায় ঘনিষ্ঠ পরিসরে বিয়ে করেন সোনাক্ষী-জাহির। এরপর তারকাখচিত এক অভ্যর্থনা অনুষ্ঠানের আয়োজন করা হয়, যেখানে উপস্থিত ছিলেন রেখা, বিদ্যা বালান, টাবু, অনিল কাপুর ও আদিত্য রায় কাপুরের মতো তারকারা। 

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম