অক্ষয় ৮ ঘণ্টার বেশি কাজ করেন না, দীপিকার ভুলটা কোথায়?
বিনোদন ডেস্ক
প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৫, ০২:১৪ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
আট ঘণ্টার বেশি কাজ করবেন না— এই শর্ত দিয়ে বিপাকে বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। বেশ কিছু দিন ধরে চলা এ বিতর্কে কয়েক দিন আগে মুখ খুলেছেন অভিনেত্রী। তিনি দাবি করে বলেছেন, বছরের পর বছর ধরে পুরুষ তারকারা এই একই শর্তে কাজ করে চলেছেন। কিন্তু কখনো কোনো বিতর্ক তৈরি হয়নি। এবার পুরুষ তারকাদের মধ্যে উঠে এলো বলিউডের খিলাড়িখ্যাত অভিনেতা অক্ষয় কুমারের নাম।
সম্প্রতি সামাজিক মাধ্যমে মুক্তি পেয়েছে একটি ভিডিও। কপিল শর্মার অনুষ্ঠানে এসেছিলেন অক্ষয় কুমার, অভিষেক বচ্চন ও রিতেশ দেশমুখ। সেখানেই অভিষেক ফাঁস করে দেন— অক্ষয় নাকি আট ঘণ্টার বেশি এক মিনিটও কাজ করেন না।
মজা করতে করতেই অভিষেক বলেছিলেন—আমাদের মধ্যে সবচেয়ে উত্তেজিত থাকেন অক্ষয়। আট ঘণ্টার বেশি কাজ করেন না। সকাল ৭টায় সেটে আসতেই ঘড়ির কাঁটা চালু হয়ে যায়। আট ঘণ্টা পূর্ণ হতেই তিনি প্রসাধনী তুলে ফেলে সেট থেকে বেরোনোর জন্য প্রস্তুত হয়ে যান।
এই ভিডিও প্রকাশ্যে আসতেই দীপিকা পাড়ুকোনের অনুরাগীরা সরব হয়ে উঠেন। অনেকেই বুঝতে পারছেন, দীপিকা তাহলে আট ঘণ্টা কাজের দাবি তুলে ভুল কিছু করেননি। অভিষেক সেই ভিডিওতে আরও বলেছেন, কোনো শট চলতে থাকলেও, আট ঘণ্টা পূর্ণ হতেই আর অপেক্ষা করেন না অক্ষয়।
সন্তান জন্মের পর দীপিকা শর্ত রেখেছেন, আট ঘণ্টার বেশি কাজ করবেন না। এই শর্তের জন্য তাকে দক্ষিণী পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গার সিনেমা ‘স্পিরিট’ থেকে বাদ পড়তে হয়েছে। এর পর ‘কল্কি ২৮৯৮ এডি’ সিনেমার সিক্যুয়েল থেকেও তিনি বাদ পড়েছেন।
এই বিতর্ক প্রসঙ্গে দিন কয়েক আগে দীপিকা বলেন, আমি বলিউডে বহু পুরুষ তারকাকে চিনি, যারা আট ঘণ্টা কাজ করেন। এমনকি সপ্তাহশেষে কেউ কেউ কাজই করেন না। সেই সময় কেউ আপত্তি তোলেন না। একজন নারী দাবি করলেই এই প্রশ্নগুলো ওঠে।
অভিনেত্রীর এ কথার মধ্যে কোনো ভুল নেই, অক্ষয়ের ভিডিওটি সামনে এনে দাবি করছেন তার ভক্ত-অনুরাগীরা।
