Logo
Logo
×

বিনোদন

‘উৎসব’ নির্মাতার নতুন সিনেমায় মোশাররফ-চঞ্চল!

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৫, ০৫:০২ পিএম

‘উৎসব’ নির্মাতার নতুন সিনেমায় মোশাররফ-চঞ্চল!

মোশাররফ করিম ও চঞ্চল চৌধুরী। ছবি: সংগৃহীত

গত ঈদুল আজহায় মুক্তি পাওয়া তারকাবহুল সিনেমা ‘উৎসব’ ব্যাপক সাড়া ফেলেছিল। তথাকথিত কমার্শিয়াল ঘরানার সিনেমা না হলেও বক্স অফিসে বাজিমাত করে নির্মাতা তানিম নূরের ‘উৎসব’। এবার নতুন সিনেমা নির্মাণের কাজে হাত দিয়েছেন তিনি। প্রয়াত হুমায়ূন আহমেদের জনপ্রিয় উপন্যাস ‘কিছুক্ষণ’ অবলম্বনে তিনি বানাচ্ছেন ‘বনলতা এক্সপ্রেস’।

গেল সপ্তাহে সামাজিক মাধ্যমে প্রকাশিত ৫২ সেকেন্ডের একটি মোশন ভিডিওতে সিনেমার নাম ঘোষণা করা হয়। দেখা গেছে, একটি ট্রেন ছুটে চলছে এবং ব্যাকগ্রাউন্ডে বাজছে অর্থহীনের ‘চাইতেই পারো’ গানটি।

ভিডিওতে লেখা রয়েছে- ‘আগামী রোজার ঈদে আসছে আরেক ছায়াছবি, এবার সাথে রয়েছে দ্য ম্যাজিশিয়ান হুমায়ূন আহমেদ। উৎসবের পর তানিম নূরের বনলতা এক্সপ্রেস, ট্রেন মিস করবেন না কিন্তু।’

জানা গেছে, ‘বনলতা এক্সপ্রেসের’ কেন্দ্রীয় চরিত্রে দেখা যেতে পারে একঝাঁক তারকাকে। তার মধ্যে রয়েছেন-মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী, শরীফুল রাজ ও সাবিলা নূর। তবে আনুষ্ঠানিকভাবে এখনও অভিনয়শিল্পীদের নাম ঘোষণা করা হয়নি।

গত ঈদুল আজহায় প্রায় একযুগ পর বড়পর্দায় একসঙ্গে ধরা দেন মোশাররফ করিম ও চঞ্চল চৌধুরী। সঞ্জয় সমদ্দারের ‘ইনসাফ’ সিনেমায় অল্প সময়ের জন্য দেখা দেন তারা। এবার ‘বনলতা এক্সপ্রেস’-এ তাদের একসঙ্গে দেখতে মুখিয়ে দর্শক।

নির্মাতা তানিম নূর জানিয়েছেন, মোশাররফ করিম এবং চঞ্চল চৌধুরী দুজনকেই এই সিনেমায় চান তিনি।

নির্মাতা সূত্রে জানা গেছে, বর্তমানে চলছে ছবিটির চিত্রনাট্য লেখার কাজ। সবকিছু ঠিক থাকলে আগামী ডিসেম্বর থেকে শুরু হবে ‘বনলতা এক্সপ্রেস’-এর শুটিং।

প্রসঙ্গত, দেশের দুই ঝানু অভিনেতা মোশাররফ করিম এবং চঞ্চল চৌধুরীকে এর আগে তৌকির আহমেদের ‘রূপকথার গল্প’, মোস্তফা সরয়ার ফারুকীর ‘টেলিভিশন’ সিনেমায় একসঙ্গে অভিনয় করতে দেখা গেছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম