আইয়ুব বাচ্চুর যেসব গান এখনো হৃদয়ে ঝড় তোলে (লিরিক্সসহ ভিডিও)
বিনোদন ডেস্ক
প্রকাশ: ১৮ অক্টোবর ২০১৮, ১২:০১ পিএম
আইয়ুব বাচ্চু। ফাইল ছবি
|
ফলো করুন |
|
|---|---|
না ফেরার দেশে চলে গেছেন বাংলাদেশের কিংবদন্তি শিল্পী আইয়ুব বাচ্চু। বাংলাদেশের আধুনিক ব্যান্ডের অন্যতম ছিলেন তিনি। তার অকালমৃত্যুতে সঙ্গীতপাড়ায় নেমে এসেছে শোকের ছায়া।
আইয়ুব বাচ্চুর বিখ্যাত গানগুলো নিয়ে তার ভক্ত শ্রোতারা শেয়ার দিচ্ছেন। এমনকি তার সহকর্মী ও বিভিন্ন সেলিব্রিটি শিল্পীরাও তার গানের শেয়ার দিচ্ছেন।
আইয়ুব বাচ্চুর প্রায় সব গানই ছিল জনপ্রিয়তার শীর্ষে। তার গান মানেই ছিল ভিন্ন কোনো বিনোদন বা ফ্লেভার।
১০টি বা ২০টি গান দিয়ে তার সেরা গানের তালিকা করা কষ্টসাধ্য ব্যাপার। তারপরেও তার উল্লেখযোগ্য কয়েকটি গান তুলে ধরা হলো।
চলো বদলে যাই
সেই তুমি কেন এত অচেনা হলে
সেই আমি কেন তোমাকে দুঃখ দিলেম
কেমন করে এত অচেনা হলে তুমি
কীভাবে এত বদলে গেছি এই আমি
ও বুকের সব কষ্ট দুহাতে সরিয়ে
চলো বদলে যাই
তুমি কেন বোঝো না তোমাকে ছাড়া আমি অসহায়
আমার সবটুকু ভালোবাসা তোমায় ঘিরে
আমার অপরাধ ছিল যতটুকু তোমার কাছে
তুমি ক্ষমা করে দিয়ো আমায়
কত রাত আমি কেঁদেছি
বুকের গভীরে কষ্ট নিয়ে
শূন্যতায় ডুবে গেছি আমি
আমাকে তুমি ফিরিয়ে নাও
তুমি কেন বোঝো না
তোমাকে ছাড়া আমি অসহায়
আমার সবটুকু ভালোবাসা তোমায় ঘিরে
আমার অপরাধ ছিল যতটুকু তোমার কাছে
তুমি ক্ষমা করে দিয়ো আমায়
যতবার ভেবেছি ভুলে যাব
তারও বেশি মনে পড়ে যায়
ফেলে আসে সেই সব দিনগুলো
ভুলে যেতে আমি পারি না
তুমি কেন বোঝো না তোমাকে ছাড়া আমি অসহায়
আমার সবটুকু ভালোবাসা তোমায় ঘিরে
আমার অপরাধ ছিল যতটুকু তোমার কাছে
তুমি ক্ষমা করে দিয়ো আমায়।
আমি কষ্ট পেতে ভালোবাসি
কোনো সুখের ছোঁয়া পেতে নয়
নয় কোনো নতুন জীবনের খোঁজে
তোমার চোখে তাকিয়ে থাকা
আলোকিত হাসি নয়
আশা নয়
না বলা ভাষা নয়
আমি কষ্ট পেতে ভালোবাসি
তাই তোমার কাছে ছুটে আছি ।।
বুকের এক পাশে রেখেছি
জলহীন মরুভূমি
ইচ্ছে হলে যখন তখন
অশ্রুফোঁটা দাও তুমি
তুমি চাইলে আমি দেবো
অথৈ সাগর পাড়ি
আমি কষ্ট পেতে ভালোবাসি তাই তোমার কাছে ছুটে আছি
যখন আমার কষ্টগুলো
প্রজাপতির মত উড়ে
বিষাদের সবকটা ফুল
চুপচাপ ঝরে পড়ে
আমার আকাশজুড়ে
মেঘে ভরে গেছে ভুলে
আমি কষ্ট পেতে ভালোবাসি তাই তোমার কাছে ছুটে আছি ।।
কোনো সুখের ছোঁয়া পেতে নয়
নয় কোনো নতুন জীবনের খোঁজে
তোমার চোখে তাকিয়ে থাকা
আলোকিত হাসি নয় ।।
আশা নয়
না বলা ভাষা নয়
আমি কষ্ট পেতে ভালোবাসি
তাই তোমার কাছে ছুটে আছি ।
এই রুপালি গিটার
এই রুপালি গিটার ফেলে
একদিন চলে যাব দূরে, বহু দূরে
সেদিন চোখের অশ্রু তুমি রেখো
গোপন করে।
মনে রেখো তুমি
কত রাত কত দিন
শুনিয়েছি গান আমি, ক্লান্তিবিহীন
অধরে তোমার ফোটাতে হাসি
চলে গেছি শুধু
সুর থেকে কত সুরে।
এই রুপালি গিটার ফেলে
একদিন চলে যাব দূরে, বহু দূরে
সেদিন চোখের অশ্রু তুমি রেখো
গোপন করে।
শুধু ভেবো তুমি
অপরাধ ছিল কার
কাটিয়েছি রাত তবু, নিদ্রাবিহীন
বেদনা আমার হয়েছে সাথি
চলে গেছি আমি
কোনো স্মৃতি পুরে।
এই রুপালি গিটার ফেলে
একদিন চলে যাব দূরে, বহু দূরে
সেদিন অশ্রু তুমি রেখো
গোপন করে।
আম্মাজান
আম্মাজান ...
ও আম্মাজান
আম্মাজান, আম্মাজান
চোখের মণি আম্মাজান
বুকের ধ্বনি আম্মাজান,
প্রাণের খনী আম্মাজান
আম্মাজান, আম্মাজান
আপনি বড় মেহেরবান
জন্ম দিয়েছেন আমায়,
আপনার দুগ্ধ করছি পান
আম্মাজান, আম্মাজান ,
আম্মাজান, আম্মাজান
আম্মাজান......
সবার আগে আমি আমার আম্মাজানরে চিনি রে
আম্মাজানরে চিনি
সবার আগে আমি আমার আম্মাজানরে চিনি
সালাম তারে আম্মাজানরে গড়িয়াছেন যিনি
সবার আগে আমি আমার আম্মাজানরে চিনি
সালাম তারে আম্মাজানরে গড়িয়াছেন যিনি
আম্মাজান ছাড়া জীবন আমার গোরস্থান
আম্মাজান, আম্মাজান চোখের মণি আম্মাজান
বুকের ধ্বনি আম্মাজান,প্রাণের
খনী আম্মাজান
আম্মাজান, আম্মাজান আপনি বড় মেহেরবান
জন্ম দিয়েছেন আমায়, আপনার দুগ্ধ করছি পান
আম্মাজান, আম্মাজান , আম্মাজান, আম্মাজান
আম্মাজান......
আম্মাজানের আঁচল তলে বেহেশতরই ছায়া রে
বেহেশতরই ছায়া
আম্মাজানের আঁচল তলে বেহেশতরই ছায়া
বুকে আছে দয়ার সাগর মনে তেমন মায়া
আম্মাজানের আঁচল তলে বেহেশতরই ছায়া
বুকে আছে দয়ার সাগর মনে তেমন মায়া
আম্মাজান ছাড়া জীবন আমার গোরস্থান
আম্মাজান, আম্মাজান চোখের মণি আম্মাজান
বুকের ধ্বনি আম্মাজান,প্রাণের
খনি আম্মাজান
আম্মাজান, আম্মাজান আপনি বড় মেহেরবান
জন্ম দিয়েছেন আমায়, আপনার দুগ্ধ করছি পান
আম্মাজান, আম্মাজান , আম্মাজান, আম্মাজান
আম্মাজান......
ফেরারি মন
ফেরারি এই মনটা আমার
মানে না কোনো বাধা
তোমাকে পাবারই আশায়
ফিরে আসে বারেবার
কখনো ভাবিনি আমি
ব্যথা দিয়ে তুমি চলে যাবে
কী জানি কী ভুল ছিল আমার
আমাকে কেন গেলে কাঁদিয়ে
তাই আমি ফিরে আসি বারেবার
ফেরারি এই মনটা আমার
মানে না কোনো বাধা
তোমাকে পাবারই আশায়
ফিরে আসে বারেবার।
যে পথে হারিয়েছি তোমায়
সেই পথে খুঁজে আমি যাব
অভিমান করে থেকো না
অপবাদ দিয়ে যেয়ো না
তাই আমি ফিরে আসি বারেবার
ফেরারি এই মনটা আমার
মানে না কোনো বাধা
তোমাকে পাবারই আশায়
ফিরে আসে বারেবার।
এখন অনেক রাত
এখন অনেক রাত
খোলা আকাশের নিচে
জীবনের অনেক আয়োজন
আমায় ডেকেছে
তাই আমি বসে আছি
দরজার ওপাশে
দরজার ওপাশে
এখন অনেক রাত
খোলা আকাশের নিচে
জীবনের অনেক আয়োজন
আমায় ডেকেছে
তাই আমি বসে আছি
দরজার ওপাশে
দরজার ওপাশে
আবেগী এমন রাতে
ভুল করে এই পথে
এসে যদি ফিরে যাও
আমায় না পেয়ে
তাই আমি বসে আছি
তাই আমি বসে আছি
দরজার ওপাশে
দরজার ওপাশে
চলে যাওয়া সে পথে
ঝিরিঝিরি বাতাসে
আমার এই মন কাঁদে
তোমায় না পেয়ে
তাই আমি বসে আছি
তাই আমি বসে আছি
দরজার ওপাশে
দরজার ওপাশে
এখন অনেক রাত
খোলা আকাশের নিচে
জীবনের অনেক আয়োজন
আমায় ডেকেছে
তাই আমি বসে আছি
দরজার ওপাশে
দরজার ওপাশে
কষ্ট পেতে ভালোবাসি
কোনো সুখের ছোঁয়া পেতে নয়
নয় কোনো নতুন জীবনের খোঁজে
তোমার চোখে তাকিয়ে থাকা
আলোকিত হাসি নয়
আশা নয় না বলা ভাষা নয়
আমি কষ্ট পেতে ভালোবাসি
তাই তোমার কাছে ছুটে আসি
বুকের এক পাশে রেখেছি
জলহীন মরুভূমি
ইচ্ছে হলে যখন-তখন
অশ্রুফোঁটা দাও তুমি
তুমি চাইলে আমি দেব
অথই সাগর পাড়ি
আমি কষ্ট পেতে ভালোবাসি তাই তোমার কাছে ছুটে আসি
যখন আমার কষ্টগুলো
প্রজাপতির মতো ওড়ে
বিষাদের সব কটা ফুল
চুপচাপ ঝরে পড়ে
আমার আকাশজুড়ে
মেঘে ভরে গেছে ভুলে
আমি কষ্ট পেতে ভালোবাসি তাই তোমার কাছে ছুটে আসি
আসলে কেউ সুখী নয়
সুখেরই পৃথিবী
সুখেরই অভিনয়
যত আড়ালে রাখো
আসলে কেউ সুখী নয়
নিজ ভুবনে চিরদুঃখী
আসলে কেউ সুখী নয়
তোমার দরজার ওপাশে একজন
ভাবছ সে সুখী মিথ্যে আয়োজন
নিজ ভুবনে চিরদুঃখী
আসলে কেউ সুখী নয়
সুখেরই পৃথিবী সুখেরই অভিনয়
যত আড়ালে রাখো আসলে কেউ সুখী নয়
আশা দুরাশায় দুলছে কেন মন
সুখের চাদরে জড়ানো প্রিয়জন
নিজ ভুবনে চিরদুঃখী
আসলে কেউ সুখী নয়
সুখেরই পৃথিবী
সুখেরই অভিনয়
যত আড়ালে রাখো
আসলে কেউ সুখী নয়
নিজ ভুবনে চির দুঃখী
আসলে কেউ সুখী নয়
সুখেরই পৃথিবী...
উড়াল দেব আকাশে
অভিলাষী আমি অভিমানী তুমি
হাজারো স্বপ্ন নিয়ে সবকিছু ভুলে গিয়ে
পৃথিবীতে বসে আছি সংসার সাজিয়ে
জানে অন্তর্যামী কে বা আগে পরে
সবাইকে একা করে চলে যাব অন্ধ ঘরে
এই শহর গাড়ি বাড়ি কিছুই যাবে না
আর কত এভাবে আমাকে কাঁদাবে
আর বেশি কাঁদালে উড়াল দেব আকাশে
এই বুকে যন্ত্রণা বেশি সইতে পারি না
আর বেশি কাঁদালে উড়াল দেব আকাশে
অহংকারী মানুষ উড়ায় রঙিন ফানুস
টাকা ছাড়া তার দৃষ্টিতে নেই কিছু আর পৃথিবীতে
জায়গা জমি কিনতে শুধু থাকে সে বেহুঁশ
জমিদার বেটা জানে সব বেটা তারে মানে
পৃথিবীটা তার দখলে সবকিছু তার বগলে
এক নিশ্বাসের বিশ্বাস নাই জমিদার কি জানে
আর কত এভাবে আমাকে কাঁদাবে
আর বেশি কাঁদালে উড়াল দেব আকাশে
এই বুকে যন্ত্রণা বেশি সইতে পারি না
আর বেশি কাঁদালে উড়াল দেব আকাশে
যখন যাবে চলে কাকে যাবে বলে
কেউ যাবে না সঙ্গী হয়ে
পার পাবে না পালিয়ে গিয়ে
সবকিছু শুধু ঘটে যাবে চোখের পলকে
হেরে যাব আমি হেরে যাবে তুমি
তাই বলি কেউ না জেনে
ব্যথা দিয়ো না কারও মনে
কারও মনে দুঃখ দিয়ে সুখ তো পাবে না
আর কত এভাবে আমাকে কাঁদাবে
আর বেশি কাঁদালে উড়াল দেব আকাশে
এই বুকে যন্ত্রণা বেশি সইতে পারি না
আর বেশি কাঁদালে উড়াল দেব আকাশে।
