শাহরুখ খান ও মমতা ব্যানার্জি। সংগৃহীত ছবি
|
ফলো করুন |
|
|---|---|
বলিউড বাদশাহ শাহরুখ খানের জন্মদিন ছিল ২ নভেম্বর। এই দিন ৬০তম জন্মদিন পালন করেন অভিনেতা। তবে তার এই বিশেষ দিনে দেশ-বিদেশের নানা প্রান্ত থেকে ভক্ত-অনুরাগীরা কিং খানকে শুভেচ্ছা জানান।
এদের মধ্যে অন্যতম ছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তিনি সামাজিক মাধ্যম ‘এক্স’ হ্যান্ডলে শাহরুখ খানকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে একটি পোস্ট দেন।
তবে এই দিন বাদশাহ তার ভক্ত-অনুরাগীদের হতাশ করেছেন। ৬০তম জন্মদিনে ভক্ত-অনুরাগীরা কিং খানকে দর্শনের জন্য অধীর অপেক্ষায় ছিলেন। কিন্তু তার ভক্ত-অনুরাগীদের দেখা দেননি শাহরুখ খান। নিরাপত্তার কারণে প্রকাশ্যে আসেননি তিনি। সে জন্য ক্ষমাও চেয়েছেন কিং খান।
এদিকে সামাজিক মাধ্যম এক্সে শাহরুখ খানকে শুভেচ্ছা জানিয়ে মমতা ব্যানার্জি লিখেছেন, আমার ভাই শাহরুখ খানের জন্মদিন। ভারতীয় চলচ্চিত্রে তোমার অবদান অপরিসীম। তোমার অভিনয় জীবন আরও বিস্তৃত হোক।
প্রিয় দিদির এই ভালোবাসার বার্তা নজর এড়ায়নি শাহরুখ খানের। মমতা ব্যানার্জি তাকে জন্মদিনের শুভেচ্ছার পরিপ্রেক্ষিতে উত্তর দিয়েছেন কিং খান। মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানানোর পাশাপাশি অভিনেতা এবার কলকাতায় যাওয়ার ইঙ্গিত দিয়েছেন।
মমতা ব্যানার্জিকে উদ্দেশ্য করে শাহরুখ খান লিখেছেন, মমতা দিদি, আমাকে শুভেচ্ছা জানানোর জন্য অনেক অনেক ধন্যবাদ। আপনাকে অনেক শুভেচ্ছা। আমি খুব তাড়াতাড়ি কলকাতায় যাব।
শাহরুখ খানের এই মন্তব্যের পর থেকেই তার ভক্ত-অনুরাগীরা দিন গুনতে শুরু করেছেন। একটা সময় প্রতি বছর কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে নিয়মিত হাজির হতেন শাহরুখ খান। তবে গত কয়েক বছর ধরে নানা কারণে সেই ফেস্টিভ্যালে দেখা যায়নি তাকে।
