|
ফলো করুন |
|
|---|---|
খিলাড়িখ্যাত অভিনেতা অক্ষয় কুমার ও বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ বলিউডের অন্যতম হিট জুটি। একটা সময় দুজনের অনস্ক্রিন কেমিস্ট্রি এতটাই রসাল ছিল যে, দুজনের অফস্ক্রিন সম্পর্কের চর্চাও শুরু হয়েছিল, যা সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে জোরালো গুঞ্জন। যদিও বাস্তবে অক্ষয় কুমারের ভালো বন্ধু ক্যাটরিনা কাইফ বলে জানা যায়।
এর আগে ২০০৭ সালের চলচ্চিত্র ওয়েলকামের ‘এক উঁচা লম্বা কদ’ গানটি তুমুল সাড়া ফেলেছিল, যা এত বছর পরও ভক্ত-অনুরাগীদের কাছে সেই গানের আবেদনের জোয়ারে ভাটা পড়েনি। এই গানটি অক্ষয়ের পরবর্তী সিনেমা 'ওয়েলকাম টু দ্য জঙ্গল'-এর জন্য পুনরায় তৈরি করা হয়েছিল বলেই ধারণা।
কারণ অভিনেতা নতুন সংস্করণের একটি ছোট্ট প্রোমো সামাজিক মাধ্যমে শেয়ার করে নিয়েছেন। সেখানে আক্কির দেখা মিলল দিশা পাটানির সঙ্গে। রেড হট লুক দিশা, পাশে কাউবয় লুকে ধরা দিলেন অক্ষয় কুমার। ব্যাকগ্রাউন্ডে বাজছে গান। শেষে অক্ষয় কুমার বলে ওঠেন—আমরা তোমাকে মিস করছি, ক্যাটরিনা।
সামাজিক মাধ্যমে প্রোমোর ক্যাপশনে অক্ষয় কুমার লিখেছেন—আমাদের হৃদয় থেকে আপনার হৃদয় পর্যন্ত। কী একটি থ্রোব্যাক, ১৮ বছর এবং এখনো সর্বকালের ফেভারিট। এত নস্টালজিয়া, সুন্দর। দিশা এবং আমি আপনাদের জন্য নিয়ে এসেছি 'ওয়েলকাম টু দ্য জঙ্গল'। আমাদের রানি ক্যাটরিনাকে কখনো ভুলব না।
