Logo
Logo
×

বিনোদন

সালমানের ওপর রুষ্ট বিজেপি নেতা

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৫ নভেম্বর ২০২৫, ০৯:৫৮ পিএম

সালমানের ওপর রুষ্ট বিজেপি নেতা

বলিউড সুপারস্টার সালমান খানকে কৃষ্ণসার হরিণ হত্যার অভিযোগে বেশ কয়েক বছর ধরে রাজস্থানের আদালত চত্বরে হাজিরা দিতে হয়েছে। এবার আবারও রাজস্থান থেকে এলো তার নামে নতুন এক অভিযোগ। এবার ভাইজানের বিরুদ্ধে অভিযোগের ভিত্তিতে মামলা ওঠে রাজস্থান উচ্চ আদালতে।

সালমান যোধপুরে শুটিং করতে গিয়ে কৃষ্ণসার হরিণ হত্যার অভিযোগে বেশ কয়েক বছর আদালত চত্বরে ঘুরতে হয়েছে তাকে। এবার ভারতীয় জনতা পার্টির (বিজেপি) এক নেতা একটি পানমসলা ব্র্যান্ডের বিরুদ্ধে অভিযোগ করার পর অভিনেতা সালমান খানকে আইনি তদন্তের মুখোমুখি হতে হচ্ছে। 

কোটা ক্রেতা সুরক্ষা আদালতে এ আবেদনের পরিপ্রেক্ষিতে ভাইজানের বিরুদ্ধে আইনি নোটিশ জারি করা হয়েছে, যেখানে অভিযোগ করা হয়েছে— তার অনুমোদিত পানমসলার এই বিজ্ঞাপন গ্রাহকদের বিভ্রান্ত করছে।

বিজেপি নেতা ও রাজস্থান হাইকোর্টের আইনজীবী ইন্দর মোহন সিং হানি একটি নামি পানমসলার বিজ্ঞাপনকে চ্যালেঞ্জ করে অভিযোগটি করেছেন। তিনি দাবি করে বলেছেন, সালমান সংস্থার সঙ্গে মিলিত হয়ে পানমসলায় কেশর দেওয়া আছে বলে যে প্রচার করছেন, তা ভুল। 

অভিযোগপত্রে আবেদনকারী আরও উল্লেখ করেন, কেশরের দাম প্রতি কেজিতে প্রায় ৪ লাখ টাকা। সেই উপাদান এই ৫ টাকার দামের পণ্যের মধ্যে থাকাটা অসম্ভব। কোটা ক্রেতা সুরক্ষা আদালত সালমান খান এবং উৎপাদনকারী সংস্থার কাছ থেকে এর জবাব চেয়েছেন। এ মামলার পরবর্তী শুনানির দিন আগামী ২৭ নভেম্বর নির্ধারণ করা হয়েছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম