বলিউডের ‘আসল কিং’ কে? জানালেন অনুরাগ কাশ্যপ
বিনোদন ডেস্ক
প্রকাশ: ০৬ নভেম্বর ২০২৫, ১২:৪৯ পিএম
বলিউডের তিন খানের মধ্যে কে প্রকৃত রাজা—এই পুরোনো বিতর্কে এবার মুখ খুললেন অনুরাগ কাশ্যপ। ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
বলিউডের তিন খানের মধ্যে কে প্রকৃত রাজা—এই পুরোনো বিতর্কে এবার মুখ খুললেন জনপ্রিয় পরিচালক অনুরাগ কাশ্যপ। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি শাহরুখ খান, সালমান খান ও আমির খানের জনপ্রিয়তা ও কর্মনিষ্ঠা নিয়ে নিজের মত প্রকাশ করেছেন।
চলচ্চিত্র সমালোচক কোমল নাহাটার সঙ্গে আলাপচারিতায় গ্যাংস অব ওয়াসিপুর–খ্যাত এই নির্মাতা খোলাখুলি বলেন, শাহরুখ খান সবচেয়ে জনপ্রিয়, এরপর সালমান, তারপর আমির। তবে আমিরই সবচেয়ে পরিশ্রমী ও বুদ্ধিমান।
কাশ্যপের এই স্পষ্ট মন্তব্য দ্রুতই চলচ্চিত্র মহলে আলোচনার জন্ম দিয়েছে। অনেকেই একমত হয়েছেন যে বিশ্বব্যাপী জনপ্রিয়তার দিক থেকে এখনও শাহরুখ খানই বলিউডের শীর্ষে আছেন।
খানদের সঙ্গে জটিল সম্পর্ক
প্রশংসা করলেও অনুরাগ কাশ্যপ এখনো পর্যন্ত তিন খানের কাউকেই নিজের পরিচালনায় কাজ করাননি। মূলধারার চলচ্চিত্র থেকে ভিন্নধর্মী ও সাহসী গল্প বলার জন্য তিনি বরাবরই পরিচিত।
তবে শাহরুখ খানের সঙ্গে একবার পর্দা ভাগ করেছেন কাশ্যপ—যদিও সেটি পূর্ণাঙ্গ চরিত্র নয়; জয়া আখতারের লাক বাই চান্স ছবিতে দু’জনকে একসঙ্গে দেখা গিয়েছিল।
অন্যদিকে, অনুরাগের ভাই অভিনব কাশ্যপ সালমান খানের সঙ্গে কাজ করেছিলেন সুপারহিট ছবি দাবাং (২০১০)-এ। কিন্তু ছবির ব্যাপক সাফল্যের পর দুই ভাইয়ের মধ্যে দূরত্ব তৈরি হয়, যা আজও পুরোপুরি কাটেনি।
তিন খানের সম্ভাব্য যুগলবন্দি
এদিকে, শাহরুখ, সালমান ও আমির খান সম্প্রতি সৌদি আরবের রিয়াদে অনুষ্ঠিত জয় ফোরাম ২০২৫-এ একসঙ্গে হাজির হন। সেখানে তারা ইঙ্গিত দেন, ভবিষ্যতে তিনজনকে নিয়ে একটি যুগান্তকারী প্রজেক্ট হতে পারে। যদিও প্রকল্পটির বিস্তারিত এখনো প্রকাশ করা হয়নি।
যদি সত্যিই এমন একটি চলচ্চিত্র নির্মিত হয়, তবে তা হবে বলিউড ইতিহাসে এক ঐতিহাসিক মুহূর্ত—তিন কিংবদন্তি খানকে একই পর্দায় দেখার স্বপ্ন অবশেষে বাস্তবে রূপ নেবে।

