Logo
Logo
×

বিনোদন

হিরো আলমের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১২ নভেম্বর ২০২৫, ০৩:৪৮ পিএম

হিরো আলমের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

স্ত্রী রিয়া মনির করা মামলায় হিরো আলমের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। ছবি: সংগৃহীত

স্ত্রী রিয়া মনির করা মামলায় আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলমের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। বাদীপক্ষের আইনজীবীর আবেদনের পর বুধবার (১২ নভেম্বর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ওয়াহিদুজ্জামানের আদালত এ আদেশ দেন।

রাজধানীর হাতিরঝিল থানায় হত্যাচেষ্টা, মারধর ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে মামলাটি করেছিলেন রিয়া মনি। হিরো আলমের সঙ্গে একই মামলার আরেক আসামি আহসান হাবিব সেলিমকেও খুঁজছে পুলিশ।

বাদীপক্ষের আইনজীবী জিয়াউর রহমান চৌধুরী জানান, ‘আসামিরা জামিনের শর্ত ভঙ্গ করেছেন। তারা নিয়মিত আদালতে হাজিরা দিচ্ছেন না। এজন্য আমরা তাদের জামিন বাতিলের আবেদন করি। শুনানি শেষে আদালত জামিন বাতিল করে গ্রেফতারি পরোয়ানার আদেশ দেন।’

মামলার অভিযোগে বলা হয়, সম্প্রতি হিরো আলম ও রিয়া মনির মধ্যে মনোমালিন্য দেখা দেয়। পরে হিরো আলম তাকে তালাক দিয়ে বাসা থেকে বের করে দেন। 

গত ২১ জুন মীমাংসার উদ্দেশ্যে হাতিরঝিল থানাধীন একটি বাসায় উভয় পরিবারের বৈঠকের আয়োজন করা হয়। সেই সময় হিরো আলমসহ ১০-১২ জন অজ্ঞাত ব্যক্তি বাদী ও তার পরিবারের সদস্যদের অকথ্য ভাষায় গালিগালাজ করেন। পরবর্তীতে তারা বাদীর বর্তমান বাসায় বেআইনিভাবে প্রবেশ করে কাঠের লাঠি দিয়ে মাথা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত করেন। এতে বাদীর শরীরে জখম হয়। 

অভিযোগে আরও বলা হয়, হামলার সময় বাদীর গলায় থাকা দেড় ভরি ওজনের স্বর্ণের চেইন চুরি করে নিয়ে যান তারা।

ঘটনার পর ২৩ জুন রিয়া মনি হাতিরঝিল থানায় মামলাটি দায়ের করেন।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম