Logo
Logo
×

বিনোদন

সালমানের ট্যুর থেকে বাদ পড়তেই সোনাক্ষীকে নিয়ে জল্পনা

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৫, ১১:০৬ এএম

সালমানের ট্যুর থেকে বাদ পড়তেই সোনাক্ষীকে নিয়ে জল্পনা

সালমান-সোনাক্ষী

বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহার সঙ্গে ভাইজানখ্যাত অভিনেতা সালমান খানের সুসম্পর্কের কথা সবার জানা। সালমান খান দেশ-বিদেশে যেখানেই অনুষ্ঠান করুন না কেন, তার সবটাতেই থাকেন সোনাক্ষী। এবারেও অভিনেতার ‘এশিয়ান ট্যুর’-এ সফরসঙ্গী ছিলেন অভিনেত্রী। কিন্তু পোস্টারে হঠাৎই মুখ বদল। সোনাক্ষীর জায়গায় এলেন অভিনেত্রী তামান্না ভাটিয়া। 

এরপর থেকে সোনাক্ষীকে নিয়ে সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে জল্পনা তু্ঙ্গে। অভিনেত্রী নাকি অন্তঃসত্ত্বা। সে কারণে এবার সালমানের সফরসঙ্গী হতে পারছেন না তিনি। এক নেটিজেন বলেছেন—অভিনেত্রী সম্প্রতি একটি পডকাস্ট অনুষ্ঠানে বারবার বালিশ দিয়ে হেলান দিচ্ছিলেন। এ ছাড়া বেশিরভাগ সময় বড় আকারের পোশাক পরছেন গোপনীয়তা বজায় রাখার জন্য। যদিও এ প্রসঙ্গে সোনাক্ষী কিংবা জাহির ইকবাল— কেউ-ই এখন পর্যন্ত কোনো মন্তব্য করেননি।

উল্লেখ্য, ২০২৪ সালের ২৩ জুন বিয়ে করেন সোনাক্ষী সিনহা ও জাহির ইকবাল। বিয়ের কয়েক মাসের মধ্যেই ছড়িয়েছিল তার অন্তঃসত্ত্বা হওয়ার খবর। ঈষৎ পৃথুল চেহারার জন্যই তাকে অন্তঃসত্ত্বা মনে হয়েছিল বলে নিজেই জানিয়েছিলেন সোনাক্ষী। তিনি বলেছিলেন—আমি কিন্তু অন্তঃসত্ত্বা নই। আমি আসলে মোটা হয়ে গেছি। 

তারপরও একাধিকবার তার অন্তঃসত্ত্বা হওয়ার খবর সামজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। প্রতিবারই হেসে উড়িয়ে দেন এ তারকা দম্পতি। কিন্তু তাদের ভক্ত-অনুরাগীরা এবার যেন নিশ্চিত হলেন— ভাইজানের সফরসঙ্গী হিসাবে কেন নেই সোনাক্ষী।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম