Logo
Logo
×

বিনোদন

‘পুরুষেরও পিরিয়ড হওয়া উচিত’ মন্তব্য নিয়ে মুখ খুললেন রাশমিকা

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৫, ০৭:০১ পিএম

‘পুরুষেরও পিরিয়ড হওয়া উচিত’ মন্তব্য নিয়ে মুখ খুললেন রাশমিকা

রাশমিকা মান্দানা। ফাইল ছবি

দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানা পিরিয়ড নিয়ে মন্তব্য করায় সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে। সম্প্রতি অভিনেতা জগপতি বাবুর জি ফাইভ টকশো ‘জয়ম্মু নিশ্চায়াম্মু রা’-তে ঋতুস্রাব বা পিরিয়ড নিয়ে কথা বলতে গিয়ে অভিনেত্রী বলেছিলেনপুরুষেরও পিরিয়ড হওয়া উচিত, যাতে নারীরা মাসের এই দিনগুলোতে যে তীব্র ব্যথা অনুভব করেন, তা যেন পুরুষরাও টের পান।

এ বক্তব্যটি সামাজিক মাধ্যমে প্রকাশের পর থেকেই নেটিজেনদের মধ্যে পক্ষে-বিপক্ষে আলোচনা-সমালোচনার বিতর্কের জন্ম দেয়। এ সমালোচনার মুখে পড়ে সম্প্রতি নিজের আক্ষেপের কথা জানিয়েছেন রাশমিকা মান্দানাসামাজিক মাধ্যম 'এক্স'-এ ওই টকশোর একটি ক্লিপ শেয়ার করে অভিনেত্রী তার মন্তব্যের আসল উদ্দেশ্য পরিষ্কার করার চেষ্টা করেন

সেই পোস্টের জবাবে নিজের হতাশা প্রকাশ করে রাশমিকা মান্দানা লিখেছেন এটি নিয়ে কেউ কথা বলবে নাটকশো এবং ইন্টারভিউতে যাওয়া নিয়ে এর জন্য ভয় লাগে আমার আজকালআমি কিছু বলতে চাইছি এবং সেটিকে সম্পূর্ণরূপে অন্যভাবে নেওয়া হচ্ছে

এদিকে রাশমিকা মান্দানার এক ভক্ত সেই শো থেকে একটি ক্লিপ এক্সে শেয়ার করে নিয়েছেন এবং অভিনেত্রী এর দ্বারা কী বোঝাতে চেয়েছেন তা পরিষ্কার করার চেষ্টা করেছেন। সেই নেটিজেন লিখেছেনআসলে কখনো কখনো আমরা শুধু চাই যে, আমাদের দুঃখ এবং আবেগ মানুষ বুঝুক। এটি কখনোই কোনো তুলনা বা পুরুষের দায়িত্বকে ছোট করে দেখার বিষয় ছিল না। কিন্তু কিছু মানুষ ভঙ্গুর অহংবোধ এটিকে সেভাবে মোচড় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

তিনি আরও বলেন, রাশমিকা মান্দানা সেই পোস্টের জবাবে লিখেছেন তার কথাগুলো প্রায়শই ভুল ব্যাখ্যা করা হয়েছে 'এবং এটি নিয়ে কেউ কথা বলবে না… শো এবং ইন্টারভিউতে যাওয়া নিয়ে এর জন্য ভয় লাগে আমার আজকাল.. আমি কিছু বলতে চাইছি এবং সেটিকে সম্পূর্ণরূপে অন্যভাবে নেওয়া হচ্ছে..।

অভিনেত্রীর এ মন্তব্য নিয়ে অসংখ্য ভক্ত তাকে সমর্থন করেছেন। এবং তার সঙ্গে একমত হয়েছেন যে, বেশিরভাগই তার বক্তব্যকে প্রসঙ্গের বাইরে নিয়ে গেছেন।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম