|
ফলো করুন |
|
|---|---|
বিনোদন জগতের জনপ্রিয় সংগীতশিল্পী নগরবাউল জেমস ও পাকিস্তানের সুফি-রক ব্যান্ড জুনুনের ভোকাল আলি আজমতের যৌথ কনসার্ট ‘লিজেন্ডস লাইভ ইন ঢাকা’ স্থানীয় প্রশাসনের অনুমতি না পাওয়ায় স্থগিত করা হয়েছে।
আজ শুক্রবার (১৪ নভেম্বর) ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরসংলগ্ন একটি কনভেনশন সেন্টারে এ কনসার্ট অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু কনসার্ট আয়োজক প্রতিষ্ঠান অ্যাসেন কমিউনিকেশন আজ সকালে জানিয়েছে, আয়োজক প্রতিষ্ঠানকে এ কনসার্টের অনুমতি দেয়নি পুলিশ। সামাজিক মাধ্যম ফেসবুকে একটি জরুরি বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়।
তারা জানিয়েছে, অনিবার্য কারণবশত আজকের কনসার্ট অনুষ্ঠানটি স্থগিত করা হয়েছে। তবে দ্রুততম সময়ের মধ্যে কনসার্টটি আয়োজনের চেষ্টা করছে বলেও জানিয়েছে আয়োজক কর্তৃপক্ষ। টিকিট ক্রেতারা নতুন তারিখে তাদের টিকিট ব্যবহার করতে পারবেন অথবা ফেরত নিতে পারবেন।
এ ছাড়া স্পনসর ও স্টল মালিকদের ধৈর্য ধরে অপেক্ষার জন্য ধন্যবাদ জানানো হয়েছে। নতুন তারিখ ও স্থানের তথ্য খুব শিগগির ঘোষণা করা হবে বলে জানিয়েছে আয়োজক প্রতিষ্ঠান অ্যাসেন কমিউনিকেশন।
উল্লেখ্য, এ কনসার্টে জেমস ও আলি আজমতের পাশাপাশি নতুন প্রজন্মের দুই শিল্পী পুনম এবং মধুবন্তী চক্রবর্তীও অংশ নেওয়ার কথা ছিল। আপাতত সব প্রস্তুতি স্থগিত রাখা হয়েছে।
