Logo
Logo
×

বিনোদন

রোমান্স-বিয়ে নিয়ে যে পরামর্শ দিলেন শাহরুখ

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৫ ডিসেম্বর ২০২৫, ০৩:১৩ পিএম

রোমান্স-বিয়ে নিয়ে যে পরামর্শ দিলেন শাহরুখ

শাহরুখ খান। সংগৃহীত ছবি

বলিউড অভিনেতা শাহরুখ খান তিন দশক ধরে অভিনয়, প্রযোজনা ক্রিকেট দলের মালিকানাসব মিলিয়ে এখন বিশ্বের ধনী অভিনেতাদের একজন। অভিনেতা  আর্নল্ড শোয়ার্জনিগার, রিয়ানা, টাইগার উডস, টেইলর সুইফটদের সঙ্গেই নাম উঠেছে তার।

বাদশাহ দীর্ঘ চার বছরের বিরতির পর ২০২৩ সালে ফিরেছেন নতুন রূপে। হয়েছে সফল প্রত্যাবর্তন। এখন নির্মাণে ব্যস্ত নতুন অ্যাকশন সিনেমাকিংনিয়ে।

এদিকে বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) লন্ডনে বলিউড তারকা শাহরুখ খান কাজলের ভাস্কর্য উন্মোচন করা হয়েছে। এ সময় লন্ডনের লেস্টার স্কয়ারে দুই তারকা ভাস্কর্য উন্মোচন করতে যুক্তরাজ্যে ছিলেন। ভারতের ইতিহাসে সবচেয়ে দীর্ঘ সময় ধরে চলা সিনেমাদিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে ৩০ বছর পূর্তি উপলক্ষে মূর্তিটি স্থাপন করা হয়েছে। সেখানেই বিবিসির এক সাক্ষাৎকারে কথা বলেন বলি বাদশাহ শাহরুখ খান ও অভিনেত্রী কাজল।

লন্ডনের লেস্টার স্কয়ারে দুই তারকা কিং খান ও কাজল তাদের নতুন ভাস্কর্য উন্মোচন করতে যুক্তরাজ্যে ছিলেন। মুষলধারে বৃষ্টির মধ্যেও হাজারো ভক্ত হাজির ছিলেন তাদের একপলক দেখার জন্য। ভাস্কর্য উন্মোচন অনুষ্ঠানে শাহরুখ বলেন, ‘মনে হচ্ছে নিজের লাইফসাইজ পুতুল দেখছি। আমাকে বেশ হ্যান্ডসাম লাগছে। আর কাজলও খুব সুন্দর।৬০ বছর বয়সি অভিনেতা বলেন, তার তিন সন্তানকে ভাস্কর্যটি দেখানোর জন্য তিনিঅপেক্ষা করতে পারছেন না কাজল বলেন, এমনভাবে স্মরণ করাঅবিশ্বাস্য

সিনস ইন দ্য স্কয়ারট্রেইলে শাহরুখ-কাজলের ভাস্কর্যটি এখন দাঁড়িয়ে আছে হ্যারি পটার, মেরি পপিনস প্যাডিংটন ভালুকের মতো বিশ্বখ্যাত চরিত্রগুলোর পাশে।দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে প্রযোজনা সংস্থা যশরাজ ফিল্মসের প্রধান নির্বাহী অক্ষয় বিধানী বলেন, সিনেমা শুধু ভারত নয়, বিশ্বজুড়ে এক বিশাল সাংস্কৃতিক প্রভাব রেখে গেছে।

শাহরুখ খানকে বলা হয় বলিউডেরকিং অব রোমান্স সম্প্রতি বিয়ে করেছেন কথা শুনে তাকে সামনে পেয়ে নতুন দাম্পত্য জীবনের জন্য কিছু পরামর্শ জানতে চান। এমন কথা শুনে হেসে উঠলেন তার দীর্ঘদিনের সহশিল্পী কাজল। হাসতে হাসতে অভিনেত্রী বলেন, ‘ তো শুধু বিয়ের আগপর্যন্ত পরামর্শ দিতে পারে! বিয়ের পরের জীবনের ওপর ওর কোনো সিনেমাই তো নেই।' শাহরুখও সে কথায় সায় দিলেন। বাদশাহ বলেন,হ্যাঁ, বিয়ের আগপর্যন্ত তো বলতে পারতাম। বিয়ের পর নিজেকেই সামলাতে হয়।

তবে নতুন জীবনে প্রবেশ করতে কিছু উপদেশ দিতে ভুল করেননি কিং খান। শাহরুখ বলেন, রোমান্স থাকতে হবে। গান গাইতে হবে।' কাজল বলেন, ‘আর অবশ্যইদিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে দেখতেই হবে।

রাজ-সিমরনের প্রেমকাহিনি নিয়ে নির্মিতদিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গেজুটি এখনো ভারতীয় সিনেমাররোমিও-জুলিয়েট  সিনেমার কিছু দৃশ্য লন্ডন লেস্টার স্কয়ারেই ধারণ করা হয়েছিল। তাই শাহরুখ বলেন, এখানে ভাস্কর্য স্থাপন করাযথাযথসিদ্ধান্ত। ইংল্যান্ডের দর্শকরা আধুনিক সময়ের ভারতীয় সিনেমাকে বিশ্বমঞ্চে তুলে ধরতে বড় ভূমিকা রেখেছেন বলে জানান বাদশাহ।

মহামারির পর বলিউডের টিকিট বিক্রি যে ওঠানামার মুখে পড়েছে, সে প্রসঙ্গে কাজল বলেন, ‘এখন মানুষের হাতে প্রচুর বিকল্প। তাই সিনেমা হলে যাওয়ার সিদ্ধান্ত কঠিন হয়ে গেছে।কিং খান বলেন, তবে কমিউনিটি ভিউয়িংবা সবাই মিলে সিনেমা দেখার আনন্দ কখনোই হারিয়ে যাবে না।'

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম