Logo
Logo
×

বিনোদন

অশালীন ইঙ্গিত দিয়ে বিতর্কে শাহরুখপুত্র আরিয়ান

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৫ ডিসেম্বর ২০২৫, ০৩:২৪ পিএম

অশালীন ইঙ্গিত দিয়ে বিতর্কে শাহরুখপুত্র আরিয়ান

সংগৃহীত ছবি

বলিউড বাদশাহ শাহরুখপুত্র আরিয়ান খান প্রথমবারের মতো পরিচালক হিসাবে আত্মপ্রকাশ করেছেন। তার পরিচালনায়দ্য ব্যাডস অব বলিউডনেটফ্লিক্সে মুক্তি পেয়েছে। সিরিজটি সুপারহিট হয়েছে। সারা বিশ্ব থেকে যে পরিমাণ ভালোবাসা এসেছে, তা অসাধারণ। যে গল্প শুধু আমার ছিল, আজ তা অসংখ্য মানুষের। এবার চিনতে পারছে আমি কে— বলেও মন্তব্য করেছিলেন আরিয়ান খান। কিন্তু এই সাফল্যের মাঝেই আবারও বিতর্কে জড়িয়ে পড়লেন শাহরুখপুত্র।

এর আগে ২০২১ সালে মাদককাণ্ডে গ্রেফতার হয়েছিলেন আরিয়ান খান। কিছু দিন আগে সেই বিতর্কের অবসান হয়েছে। তার রেশ কাটতে না কাটতেই আরও বিতর্কে জড়ালেন তিনি। একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে। যেখানে দেখা যাচ্ছে, দুই বন্ধুর সঙ্গে রয়েছেন তিনি। যার মধ্যে একজন হলেন কর্নাটকের এক মন্ত্রীর ছেলে।

শুক্রবার (২৮ নভেম্বর) একটি ব্যক্তিগত অনুষ্ঠানে বেঙ্গালুরুরে গিয়েছিলেন আরিয়ান খান। সেখানেই অশোকনগর এলাকার একটি পাব- দুই বন্ধুর সঙ্গে দেখা যায় তাকে। তিনজনেই সমাজের প্রভাবশালী পরিবারের সন্তান।

অভিযোগ উঠেছে— বন্ধুদের সঙ্গে আনন্দের মাঝে প্রকাশ্যে নিজের মধ্যমা দেখিয়েঅশালীনইঙ্গিত করে বসেন আরিয়ান খান। সেই ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। আর শাহরুখপুত্রকে ওই ভঙ্গিমায় দেখে ক্ষোভ প্রকাশ করেন একশ্রেণির দর্শক। তাদের দাবিঅবিলম্বে আরিয়ানের বিরুদ্ধে পুলিশ যেন পদক্ষেপ নেয়। যদিও কর্নাটকের পুলিশের তরফে এখনো কোনো উত্তর মেলেনি।

উল্লেখ্য, মাদককাণ্ডের পরে বেশ কিছু দিন প্রকাশ্যে দেখা যায়নি আরিয়ান খান, শাহরুখসহ পুরো খান পরিবারকে। প্রসঙ্গে কিং খান বলেছিলেনগত - বছরের যাত্রাটা আমাদের পরিবারের জন্য বেশ রুক্ষ ছিল। আমি জানি, কোভিডের কারণে নিশ্চয়ই আরও অনেকের ক্ষেত্রেও তাই। আমার সব সিনেমা ফ্লপ। অনেকেই আমার ক্যারিয়ার শেষ হয়ে যাওয়ার শ্রদ্ধার্ঘও লিখে ফেলেছিল। তবে এক বছরে পরিস্থিতি অনেকটাই বদলেছে। কিন্তু এই বিতর্কের পানি কতদূর গড়ায় সেটাই এখন দেখার।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম