Logo
Logo
×

বিনোদন

বাবার স্মরণে আবেগঘন শাহরুখ, যা বললেন বলিউড বাদশা

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৭ ডিসেম্বর ২০২৫, ১২:২৬ পিএম

বাবার স্মরণে আবেগঘন শাহরুখ, যা বললেন বলিউড বাদশা

বলিউড কিংবদন্তি অভিনেতা শাহরুখ খানের পেশাজীবনে সবচেয়ে বড় অনুপ্রেরণা ছিলেন তার বাবা।

বলিউড কিংবদন্তি অভিনেতা শাহরুখ খান জানিয়েছেন, তার পেশাজীবনে সবচেয়ে বড় অনুপ্রেরণা ছিলেন তার বাবা মীর তাজ মুহাম্মদ খান। সম্প্রতি এক একান্ত আলাপচারিতায় তিনি আবেগঘনভাবে স্মরণ করেন বাবার দেওয়া সেই উপদেশগুলো, যা আজও তার জীবন ও কর্মপ্রবণতায় প্রভাব ফেলে।

৬০ বছর বয়সি এই সুপারস্টার বলেন, তার বাবা তাকে বলেছিলেন, ‘তোমার বয়সে আমি খালি পায়ে পাহাড়ে চড়তাম। তুমি যদি চড়তে চাও, চড়ো। না চাইলে নয়। কারণ যারা কাজ করে না, তারাই বিস্ময় সৃষ্টি করে।’

শাহরুখের মতে, বাবার এই কথাই তাকে কঠিন পরিস্থিতিকে দৃঢ়ভাবে মোকাবিলা করতে ও নিজের প্রতি বিশ্বাস রাখতে শিখিয়েছে।

পরিবার চাইতো খেলাধুলায় ক্যারিয়ার গড়ুক

শৈশবের স্মৃতিচারণ করতে গিয়ে ‘কভি খুশি কভি গম’ খ্যাত অভিনেতা জানান, তার পরিবার চাননি তিনি অভিনয়ে আসুন। বরং তারা চেয়েছিলেন, তিনি খেলাধুলায় ক্যারিয়ার গড়ুন।

অভিনেতা অনুপম খেরের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, পরিবারের সেই প্রত্যাশা সত্ত্বেও সময় ও পরিস্থিতি তাকে অভিনয়ের দিকেই নিয়ে আসে, যা পরবর্তীতে তাকে বিশ্বের অন্যতম জনপ্রিয় চলচ্চিত্র তারকায় পরিণত করে।

কাজল–টুইংকলের টকশোতে না যাওয়ার কারণ ব্যাখ্যা

সম্প্রতি কাজল ও টুইংকল খান্না পরিচালিত টকশো ‘টু মাচ’–এ শাহরুখের অনুপস্থিতি নিয়ে সামাজিক মাধ্যমে নানা আলোচনা চলছিল। 

বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে বিষয়টি পরিষ্কার করে তিনি বলেন, শুটিং ও ইনজুরির কারণে তিনি উপস্থিত হতে পারেননি।

তিনি জানান, ‘আমি তখন একটি ছবির কাজ নিয়ে ব্যস্ত ছিলাম। কাজলকে বলেছিলাম, ইনজুরিও ছিল। খুব খারাপ লেগেছিল। আমি সত্যিই আসতে চেয়েছি… কাজল এবং টুইংকলের কাছে ক্ষমা চাইছি।’

হাস্যরসের সঙ্গে তিনি আরও বলেন, শোতে না যেতে পারার শাস্তি হিসেবে তিনি ইতোমধ্যে সব পর্ব দেখে ফেলেছেন। সেখানে প্রচুর খাবারের উপস্থিতি নিয়ে তিনি খানিকটা মজাও করেন।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম