Logo
Logo
×

বিনোদন

হিন্দুরীতিতে বিয়ে করলেন সারা খান

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৭ ডিসেম্বর ২০২৫, ০২:৫৮ পিএম

হিন্দুরীতিতে বিয়ে করলেন সারা খান

ফাইল ছবি

২০০৭ সালের মিস মধ্যপ্রদেশ খেতাব বিজয়ী ছোটপর্দার অভিনেত্রী সারা খান সাতপাকে বাঁধা পড়লেন। অভিনেত্রী ‘সাপনা বাবুল কা... বিদাই’, ‘রাম মিলায়ে জোড়ি’ এবং ‘জুনুন-এইসি নাফরাত তো ক্যায়সে ইশক’ ধারাবাহিকে অসাধারণ অভিনয়ের সুবাদে পরিচিতি পান। এবার দীর্ঘদিনের প্রেমিক কৃশ পাঠকের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। 

গত অক্টোবরে আইনি বিয়ের পর এবার হিন্দুরীতিতে বিয়ে সারলেন বিগ বস তারকা সারা খান। অভিনেতা ও প্রযোজক কৃশ পাঠকের সঙ্গে দীর্ঘদিনের প্রেমের সম্পর্ককে এবার পরিণয়ে রূপ দিলেন অভিনেত্রী। শুক্রবার (৫ ডিসেম্বর) পারিবারিক পরিসরে কাছের আত্মীয়স্বজন ও বন্ধুবান্ধবদের নিয়ে বিয়ের বন্ধনে আবদ্ধ হন সারা-কৃশ। হিন্দুরীতি মেনে গায়েহলুদ, সাতপাক ঘোরা, মালাবদল এবং সিঁদুর দান সম্পন্ন করে প্রেমিকাকে সারাজীবনের সঙ্গী করে নেন কৃশ পাঠক। এ সময় তারকা জুটির বিয়ের অনুষ্ঠানে টিভিপর্দার একাধিক তারকাও উপস্থিত ছিলেন। 

বিয়ের রিসেপশনে লাল লেহেঙ্গার সঙ্গে মানাসই সোনা ও কুন্দনের গহনায় সেজেছিলেন ‘বিদাই’ সিরিয়ালখ্যাত সারা খান। এ বিয়ের মাধ্যমে ‘রামায়ণ’খ্যাত জনপ্রিয় অভিনেতা সুনীল লহরীর পুত্রবধূ হলেন অভিনেত্রী। 

তাদের বিয়ের এ খবর সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই ভক্ত ও নেটিজেনদের শুভকামনায় ভাসছেন এ নবদম্পতি। তবে একজন মুসলিম হয়ে হিন্দু পাত্রকে জীবনসঙ্গী হিসেবে বেছে নেওয়ায় অনেকের কটাক্ষের শিকারও হন অভিনেত্রী।

উল্লেখ্য, এ তারকা দম্পতির প্রথম পরিচয় হয় একটি ডেটিং অ্যাপে। প্রথম দেখাতেই কৃশকে ভালো লাগে অভিনেত্রী সারা খানের। সেখানেই প্রথম আলাপ, ভালোলাগা-ভালোবাসা। অতীতের সম্পর্কের যন্ত্রণা ভুলতে একে অপরকে খুঁজে নেন তারা। অতঃপর সাতপাকে বাঁধা পড়েন এ তারা। পুরনো সম্পর্কের তিক্ততা ভুলে নতুন জীবনে সুখের দেখা পেতে চান এ নবদম্পতি।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম