১৭ বছর পর একসঙ্গে অক্ষয় ও সাইফ, আছেন বাংলার যিশুও
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৭ ডিসেম্বর ২০২৫, ০৯:১৭ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
টালিউডের জনপ্রিয় অভিনেতা যিশু সেনগুপ্ত ঐতিহাসিক সিনেমা ‘লহ গৌরাঙ্গের নাম রে’ সিনেমায় ‘নিত্যানন্দ’ চরিত্রে অভিনয় করে বহুল প্রশংসিত হন। সেই তিনিই এবার প্রিয়দর্শনের সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন। যে সিনেমায় ১৭ বছর পর পর্দা শেয়ার করতে দেখা যাবে খিলাড়িখ্যাত অভিনেতা অক্ষয় কুমার ও পতৌদি পরিবারের নবাব অভিনেতা সাইফ আলি খানকে।
জানা গেছে, ২০২৬ সালে পরিচালকের ‘হ্যায়বান’ সিনেমার অন্যতম গুরুত্বপূর্ণ অভিনেতা যিশু সেনগুপ্ত। শনিবার (৬ ডিসেম্বর) ঘনিষ্ঠসূত্রে প্রকাশ— পরিচালকের ব্লকবাস্টার মালায়ালাম সিনেমা ‘ওপ্পাম’-এর হিন্দি রূপ 'হ্যায়বান'। আর এ সিনেমায় যিশু সেনগুপ্তের সহ-অভিনেতা হিসাবে থাকছেন অক্ষয় ও সাইফ আলি খান। যদিও যিশু এর আগে অক্ষয়ের সঙ্গে ‘ভূত বাংলো’ সিনেমায় অভিনয় করেছেন। তবে এবার বড় পরিসরে দেখা যাবে অভিনেতাকে।
রহস্য-রোমাঞ্চে ভরা এ সিনেমায় অভিনেতা কোন চরিত্রে অভিনয় করেছেন? তা জানা না গেলেও গুরুত্বপূর্ণ চরিত্রেই দেখা যাবে যিশুকে বলে একটি ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে। প্রিয়দর্শনের মালায়ালাম সিনেমায় মুখ্য ভূমিকায় অভিনয় করেছিলেন মোহনলাল। এবার হিন্দি রূপান্তরে ১৭ বছর পর একসঙ্গে পর্দা শেয়ার করছেন অক্ষয়-সাইফ।
এর আগে জুটিকে দেখা গেছে ‘ম্যায় খিলাড়ি তু আনাড়ি’, ‘ইয়ে দিললগি’, ও ‘টশন’-এর মতো হিট সিনেমায়। শোনা যাচ্ছে, এ সিনেমায় খলনায়ক নাকি খিলাড়িখ্যাত অভিনেতা অক্ষয়।
এর মধ্যেই বেশিরভাগ শুটিং শেষ হয়েছে বলেই জানা গেছে। তবে যিশু সেনগুপ্তের অংশের শুটিং শেষ কিনা, তা অবশ্য এখনো জানা যায়নি। সব ঠিক থাকলে নতুন বছরে বলিউডে আরও একবার জাঁকিয়ে বসতে চলেছেন অভিনেতা।
