Logo
Logo
×

বিনোদন

জালিয়াতির অভিযোগে বলিউডের জনপ্রিয় পরিচালক গ্রেফতার

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৮ ডিসেম্বর ২০২৫, ০১:৩৭ এএম

জালিয়াতির অভিযোগে বলিউডের জনপ্রিয় পরিচালক গ্রেফতার

বলিউডের জনপ্রিয় পরিচালক বিক্রম ভাট জালিয়াতির অভিযোগে গ্রেফতার হয়েছেন। রাজস্থান পুলিশের যৌথ অভিযানে বান্দ্রায় তার শ্যালিকার বাড়ি থেকে তাকে আটক করা হয়। পরিচালক বিক্রম এবং তার স্ত্রী শ্বেতাম্বরীর বিরুদ্ধে ৩০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ করেছেন উদয়পুরের বিখ্যাত আইভিএফ চিকিৎসক এবং ইন্দিরা আইভিএফ-এর প্রতিষ্ঠাতা অজয় মুর্দিয়া।

ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, চিকিৎসক অজয় মুর্দিয়ার দায়ের করা অভিযোগের ভিত্তিতেই পরিচালক বিক্রমকে গ্রেফতার করেছে পুলিশ। উদয়পুরের ভূপালপারা থানায় বিক্রম ভাট ও তার স্ত্রীসহ মোট ছয়জনের বিরুদ্ধে অভিযোগটি দায়ের করা হয়েছিল।

বিক্রম ভাটের কয়েকটি প্রকল্পে প্রায় ৩০ কোটি টাকা বিনিয়োগ করেছিলেন ড. অজয় মুর্দিয়া। এই প্রকল্পগুলোর মধ্যে ড. অজয়ের স্ত্রীর বায়োপিক তৈরির কথাও ছিল। কিন্তু অভিযোগকারী অজয় মুর্দিয়ার দাবি, বিক্রম ভাট চুক্তি অনুযায়ী কোনো কাজই করেননি।

শুধু তাই নয়, বিনিয়োগ করা বিপুল অঙ্কের টাকাও তিনি ফেরত দেননি। এ ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে আগেই লুক আউট নোটিস জারি করেছিল পুলিশ। পাশাপাশি তাদের বিদেশ ভ্রমণের ক্ষেত্রেও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল।

রাজস্থান পুলিশ জানিয়েছে, বিক্রম ভাটকে উদয়পুরে স্থানান্তরের জন্য বান্দ্রা আদালতে ট্রানজিট রিমান্ডের আবেদন করা হবে। বলিউড পরিচালকের এই গ্রেপ্তারির ঘটনায় এখন তোলপাড় শুরু হয়েছে বিনোদন মহলে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম