স্মৃতির সঙ্গে বিয়ে ভাঙার পর যাদেরকে হুমকি দিলেন পলাশ
বিনোদন ডেস্ক
প্রকাশ: ০৮ ডিসেম্বর ২০২৫, ০৩:০৭ এএম
|
ফলো করুন |
|
|---|---|
ভারতের নারী ক্রিকেটার স্মৃতি মান্ধানা ও সুরকার পলাশ মুচ্ছলের বিয়ে হওয়ার কথা ছিল ২৩ নভেম্বর। মেহেদি ও হলুদসহ আনুষ্ঠানিক সব প্রস্তুতি শেষ থাকলেও হঠাৎ করেই তাদের বিয়ে বাতিল হয়। প্রথমে স্মৃতির বাবার অসুস্থতার কারণ দেখানো হলেও বিষয়টি নিয়ে নানা গুঞ্জন ছড়িয়ে পড়ে।
অবশেষে স্মৃতি নিজেই ইনস্টাগ্রামে জানিয়ে দিয়েছেন পলাশের সঙ্গে তার বিয়ে বাতিল হয়েছে। অপরদিকে পলাশও স্টোরিতে লিখেছেন, তিনি অতীত ভুলে জীবনে এগিয়ে যেতে চান। বিয়ে ভাঙার কথা সরাসরি না বললেও, যেসব গুজব ছড়ানো হয়েছে সেগুলোকে ভিত্তিহীন দাবি করে সেগুলো ছড়ানো ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুমকি দেন তিনি।
পলাশ ইনস্টাগ্রামে লিখেছেন, ‘আমি জীবনে মুভ অন করার সিদ্ধান্ত নিয়েছি এবং ব্যক্তিগত সম্পর্ক থেকে পিছিয়ে যাচ্ছি।’
তিনি আরও বলেন,‘ভিত্তিহীন গুজব দেখে মানুষ যেভাবে দ্রুত প্রতিক্রিয়া দেয় তা ভয়ংকর। যারা আমার বিরুদ্ধে মিথ্যা ও অবমাননাকর তথ্য ছড়িয়েছে, আমার টিম তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবে।’
বিয়ে স্থগিত হওয়ার পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে এক নারীর সঙ্গে কথোপকথনের স্ক্রিনশট ছড়িয়ে পড়ে। তবে সেসবকে গুজব বলে দাবি করেন পলাশ।
ভারতীয় গণমাধ্যম এই সময় জানিয়েছে, ম্যারি ডি’কোস্তা নামে এক নারী অভিযোগ এনেছিলেন, পলাশ তাকে সাঁতার কাটার জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন এবং স্মৃতির সঙ্গে বেশি সময় না দেওয়ায় বিরক্তির কথাও জানিয়েছিলেন।
ঘটনা প্রকাশ্যে আসার পর দুই পক্ষই বিয়ে ভেঙে যাওয়ার বিষয়টি নিশ্চিত করলেও পলাশ গুজব রটানোদের বিরুদ্ধে কঠোর সতর্কবার্তা দিয়েছেন।
সূত্র: এই সময় অনলাইন
