Logo
Logo
×

বিনোদন

সময় হলে সবই জানতে পারবেন: শরীফুল রাজ

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৮ ডিসেম্বর ২০২৫, ১১:৩৫ এএম

সময় হলে সবই জানতে পারবেন: শরীফুল রাজ

ঢালিউড অভিনেতা শরীফুল রাজ। ছবি: সংগৃহীত

ঢালিউড অভিনেতা শরীফুল রাজ র‍্যাম্প মডেলিং দিয়ে ক্যারিয়ার শুরু করেছিলেন। ‘আইসক্রিম’ সিনেমায় প্রথমবারের মতো অভিনয় করেন তিনি। এরপর ‘ন ডরাই’ সিনেমায় অভিনয় করে আলোচনায় আসেন তিনি। তবে তাকে পরিচিতি এনে দেয় পরিচালক রায়হান রাফীর ‘পরাণ’ সিনেমা। এরপর একের পর এক সিনেমায় অভিনয় করতে থাকেন শরীফুল রাজ। ‘হাওয়া’, ‘গুণিন’, ‘দামাল’, ‘কাজলরেখা’, ‘দেয়ালের দেশ’, ‘ওমর’ ও ‘ইনসাফ’ সিনেমায় অভিনয় করে নিজের অবস্থান পাকাপোক্ত করেন অভিনেতা।

এর মধেই অভিনেত্রী পরীমনির সঙ্গে প্রেম-সংসার করে বাবাও হয়েছেন শরীফুল রাজ। এমনকি বিয়েবিচ্ছেদের ঘটনাও তার জীবনে ঘটে গেছে। সেই সময় ভবঘুরে ছিলেন। কিন্তু সেটি ক্ষণিকের, সিনেমা তাকে বাউণ্ডুলে রূপ দিতে পারেনি। স্বমহিমায় ফিরে নতুন উদ্যমে একের পর এক সিনেমায় কাজ করতে শুরু করলেন শরীফুল রাজ। 

গত কুরবানির ঈদে মুক্তি পাওয়া ‘ইনসাফ’ সিনেমার পর থেকেই আলোচনা—কী করছেন শরীফুল রাজ? কোথায় আছেন কেমন আছেন? সেই জল্পনার মধ্যেই কয়েক দিন আগে জানা যায়, তানিম নূর পরিচালিত ‘বনলতা এক্সপ্রেস’ সিনেমায় অভিনয় করবেন তিনি। ‘বনলতা এক্সপ্রেস’ সিনেমার শুটিং সপ্তাহখানেকের মধ্যে শুরু হচ্ছে। ঠিক এর পরই ‘জীবন অপেরা’র শুটিং করবেন বলে একটি গণমাধ্যমকে জানিয়েছেন শরীফুল রাজ।  
রোববার (৭ ডিসেম্বর) বিকালে জানা গেল আরও একটি সিনেমায় চুক্তিসহ করেছেন অভিনেতা। আলভী আহমেদের ‘জীবন অপেরা’য় যুক্ত হয়েছেন তিনি। সরকারি অনুদানে তৈরি জীবন অপেরার কাহিনি, চিত্রনাট্য ও পরিচালনা—সবই করেছেন আলভী আহমেদ।

এ বিষয়ে শরীফুল রাজ বলেন, ‘চুক্তিসহ করেছি। আপাতত এর বেশি কিছু বলতে চাইছি না। সময় হলে সবই জানতে পারবেন।’

‘জীবন অপেরা’ সিনেমার পরিচালক আলভী আহমেদ জানিয়েছেন, গল্পে রাজের চরিত্রটির নাম রফিক। আর রফিকের দুটি জীবন প্যারালাল ইউনিভার্সে একসঙ্গে চলতে থাকে। এক জীবনে সে ব্যর্থ প্রেমিক, তার প্রেমিকা শারমিন সিডনিতে গিয়ে বিয়ে করে ফেলে। অন্য জীবনে তারা সুখী সংসার করছে। হঠাৎ এক সকালে ঘুম ভেঙে রফিক আবিষ্কার করে, প্রথম জীবন থেকে সে দ্বিতীয় জীবনে ছিটকে পড়েছে—যেন ফাঁদে আটকেপড়া ইঁদুর।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম