৩০ কোটি টাকা প্রতারণার অভিযোগ, স্ত্রী-কন্যাসহ বিক্রম ভাট গ্রেফতার
বিনোদন ডেস্ক
প্রকাশ: ০৮ ডিসেম্বর ২০২৫, ১১:৪৬ এএম
বলিউড পরিচালক বিক্রম ভাট। ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
বলিউডের স্বনামধন্য পরিচালক বিক্রম ভাট আইভিএফ-সংক্রান্ত আর্থিক প্রতারণার ঘটনায় নাম জড়িয়েছেন। ৩০ কোটি টাকার প্রতারণার অভিযোগে তার স্ত্রী শ্বেতাম্বরী ভাট ও কন্যা কৃষ্ণাসহ ছয়জনকে গ্রেফতার করা হয়েছে। রাজস্থান ও মুম্বাই পুলিশ যৌথভাবে একটি অভিযান চালিয়ে তার শ্যালিকার বাড়ি থেকে তাদের গ্রেফতার করে।
এ অভিযোগের ভিত্তিতে সাত দিন আগে বিক্রম ভাট ও অন্য অভিযুক্তদের বিরুদ্ধে নোটিশ জারি করেছিল উদয়পুর পুলিশ। সেই নোটিশে বলা হয়েছিল— প্রত্যেক অভিযুক্তকে ৮ ডিসেম্বরের মধ্যে উদয়পুর পুলিশের কাছে হাজিরা দিতে হবে। এমনকি অনুমতি ছাড়া বিদেশ ভ্রমণ করা যাবে না।
পুলিশ সূত্রে জানা গেছে, বলি পরিচালক বিক্রম ভাট, শ্বেতাম্বরী ভাট ও তাদের কন্যা কৃষ্ণাসহ ছয়জনের প্রতারণার বিরুদ্ধে অভিযোগ এনেছেন অজয় মুরদিয়া। বিক্রম ভাট, তার স্ত্রী-কন্যা ছাড়াও দিনেশ কাটারিয়া, মেহবুব আনসারি, মুদিত বুটাট্টন, গঙ্গেশ্বর লাল শ্রীবাস্তব ও অশোক দুবের বিরুদ্ধেও অভিযোগ দায়ের হয়েছে।
অজয় মুরদিয়া তার প্রয়াত স্ত্রীকে নিয়ে একটি জীবনীচিত্র বানাতে চেয়েছিলেন। সেই উদ্দেশ্য নিয়ে তিনি উদয়পুরের বাসিন্দা দিনেশ কাটারিয়ার সঙ্গে যোগাযোগ করেন। সেই সূত্র ধরেই ২০২৪ সালের ২৫ এপ্রিল মুম্বাইয়ে বিক্রম ভাটের সঙ্গে তার প্রথম সাক্ষাৎ হয়। তখন বিক্রম ভাট জানিয়েছিলেন, তিনি সিনেমা নির্মাণের সব কিছু সামলে নেবেন। সেই অনুযায়ী অজয় মুরদিয়াকে টাকা পাঠিয়ে যেতে হবে। এ সিনেমার কাজে স্ত্রী ও কন্যাও যুক্ত থাকবেন বলে জানিয়েছিলেন পরিচালক। এই টাকার লেনদেনেই সৃষ্টি হয়েছে জটিলতা। যার ফলে ৩০ কোটি টাকা প্রতারণার অভিযোগ উঠেছে পরিচালকের বিরুদ্ধে।

