Logo
Logo
×

বিনোদন

দীর্ঘ লড়াইয়ের পর যেভাবে যমজ সন্তানের মা হলেন কাশমিরা

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৮ ডিসেম্বর ২০২৫, ০১:৩২ পিএম

দীর্ঘ লড়াইয়ের পর যেভাবে যমজ সন্তানের মা হলেন কাশমিরা

বলিউড অভিনেত্রী কাশমিরা শাহ। ছবি: সংগৃহীত

বলিউড ভাইজানখ্যাত অভিনেতা সালমান খানের সহ-অভিনেত্রী কাশমিরা শাহ সদ্য মা হয়েছেন। তার ক্যারিয়ারে বেশ কিছু জনপ্রিয় সিনেমায় পার্শ্ব ও প্রধান চরিত্রে অভিনয় করে সিনেমাপ্রেমী দর্শকদের নজর কেড়েছেন তিনি। বেশ কয়েকটি সিনেমায় কাজ করেছেন সালমান খানের সঙ্গেও। 

জনপ্রিয় কমেডিয়ান ক্রুষ্ণা অভিষেকের স্ত্রী কাশমিরা শাহ পর্দার জীবন বর্ণিল হলেও একসময় মা হওয়ার লড়াইটা তার জন্য ছিল চরম যন্ত্রণাদায়ক। অবশেষে সব লড়াই আর ব্যর্থতা শেষে সারোগেসির মাধ্যমেই যমজ সন্তানের মা হয়েছেন অভিনেত্রী। বর্তমানে দুই সন্তান ও স্বামীকে নিয়ে সুখে দিন কাটাচ্ছেন কাশরিমা শাহ। সম্প্রতি একটি গণমাধ্যমের সাক্ষাৎকারে অভিনেত্রী জানিয়েছেন অতীতের সেই অভিজ্ঞতার কথা।

এর আগে ১৪ বার চেষ্টা করেও মা হতে পারেননি অভিনেত্রী। ২০১৩ সালে যুক্তরাষ্ট্রে পারিবারিকভাবে ক্রুষ্ণাকে বিয়ে করেন তিনি। বিয়ের পর থেকেই মা হওয়ার জন্য উদগ্রীব ছিলেন কাশরিমা শাহ। তবে বয়স ও শারীরিক জটিলতার কারণে স্বাভাবিক উপায়ে মা হতে পারছিলেন না তিনি। এরপর বেছে নেন চিকিৎসাবিজ্ঞানের কৃত্রিম পদ্ধতি— আইভিএফ। কিন্তু এই পথ ছিল আরও বেশি জটিল ও কষ্টের।

অভিনেত্রী শারীরিক ও মানসিকভাবে ভেঙে পড়ার পর চিকিৎসকদের পরামর্শে সারোগেসির সিদ্ধান্ত নেন। দীর্ঘ তিন বছর একের পর এক আইভিএফের মাধ্যমে মা হওয়ার চেষ্টা করেও ব্যর্থ হচ্ছিলেন কাশরিমা শাহ।  

অতীতের সেই যন্ত্রণাদায়ক অভিজ্ঞতার কথা জানিয়ে অভিনেত্রী বলেন, আমি তিন বছর ধরে গর্ভবতী হওয়ার চেষ্টা করেছি, কিন্তু সবই বিফলে গেছে। এই সময়টা ছিল ভীষণ কঠিন। আইভিএফ ইনজেকশন আর হরমোনের পরিবর্তনের কারণে আমার স্বাস্থ্যের চরম অবনতি ঘটেছিল। তিনি বলেন, সারাক্ষণ মেজাজ খিটখিটে থাকত। ওজন হু হু করে বাড়ছিল। আর শরীর এতটাই ক্লান্ত হয়ে পড়েছিল যে, স্বাভাবিক কাজকর্ম করাও আমার জন্য দুঃসাধ্য হয়ে পড়েছিল।

কাশরিমা শাহ বলেন, লোকেরা ভেবেছিল আমি ফিগার নষ্ট করতে চাই না বলে মা হতে পারছি না। কিন্তু সত্য ছিল ঠিক তার উল্টো। আইভিএফের ইনজেকশনের কারণে আমার শরীরের আকার ২৪ থেকে ৩৪ হয়ে গিয়েছিল। আমার চিকিৎসকরা বলছিলেন— আমি ধীরে ধীরে স্বাস্থ্য হারাচ্ছি। কিন্তু আমি হাল ছাড়িনি— না মাতৃত্বের স্বপ্ন থেকে, না নিজের স্বাস্থ্য পুনরুদ্ধারের চেষ্টা থেকে।

তবে এ সিদ্ধান্ত নেওয়ার পর সামাজিক মাধ্যমে তীব্র সমালোচনার মুখে পড়েন অভিনেত্রী। অনেকেই অভিযোগ করে বলেন, নিজের ফিগার ঠিক রাখতেই তিনি এভাবে গর্ভ ধারণের সিদ্ধান্ত নিয়েছেন।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম