Logo
Logo
×

বিনোদন

ফেসবুকে যে ইঙ্গিত দিলেন আরিফিন শুভ

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৯ ডিসেম্বর ২০২৫, ০৩:৫৭ পিএম

ফেসবুকে যে ইঙ্গিত দিলেন আরিফিন শুভ

ঢালিউড অভিনেতা আরিফিন শুভ। ছবি: সংগৃহীত

ঢালিউডে সপ্তাহজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন অভিনেত্রী জান্নাতুল ফেরদৌস ঐশী ও অভিনেতা আরিফিন শুভ। তাদের অভিনীত ‘নূর’ সিনেমার একটি চুম্বন দৃশ্য নিয়ে সামাজিক মাধ্যমে চলছে ব্যাপক আলোচনা। ঢাকার চলচ্চিত্রে সচরাচর না দেখা এমন দৃশ্যটি আলোচনায় আনার পাশাপাশি নতুন করে উসকে দিয়েছে এই জুটির প্রেমের গুঞ্জন।  

যদিও বাস্তব জীবনে শুভ–ঐশীর প্রেমের সম্পর্ক নেই বলে জানা যায়, তবে পরিচালক রায়হান রাফির ‘নূর’ সিনেমায় তারা অভিনয় করেছেন এক অদ্ভুত, তীব্র ও যন্ত্রণাময় প্রেমের গল্পে। মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে সিনেমাটির ট্রেলার শেয়ার করে আরিফিন শুভও সেই ইঙ্গিতই দিয়েছেন।  

ট্রেলারে দেখা যায়, নূরের জীবনের সমস্ত সুখ, স্বপ্ন ও আলো হলো তার প্রিয় মানুষ শিউলী। কিন্তু হঠাৎ অজানা এক কারণে শিউলী আর নূরের হতে চায় না। বিয়ের আসর বসে অন্যত্র। সেই ধাক্কায় নূরের জীবনে নেমে আসে অন্ধকার, পাগলামির শুরু সেখানে। 

শিউলী কেন নূরকে বিয়ে করল না—এই প্রশ্ন ঘিরে গল্পে তৈরি হয়েছে রহস্য ও টানটান উত্তেজনা। সিনেমাটির সঙ্গে সংশ্লিষ্টদের ভাষ্য, ‘নূর’ হবে এক গভীর যন্ত্রণা ও আবেগে মোড়া প্রেমের গল্প, যা দর্শককে নতুন অভিজ্ঞতা দেবে।

রহস্যময় সেই ভালোবাসার কাহিনি দেখা যাবে আগামী ১১ ডিসেম্বর বায়োস্কোপ প্লাসে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম