Logo
Logo
×

বিনোদন

সায়ন্তিকার ফিটনেস নিয়ে আলোচনা, যা বললেন লকেট

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২৫, ১১:১২ পিএম

সায়ন্তিকার ফিটনেস নিয়ে আলোচনা, যা বললেন লকেট

টালিপাড়ার অনেক তারকা নেত্রীকে দেখা গেছে রাজনীতির ময়দানে বিচরণ করতে। সেই তালিকায় রয়েছেন অভিনেত্রী লকেট চট্টোপাধ্যায়, সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, সায়নী ঘোষ, জুন মালিয়ার নাম। 

তবে রাজনীতিতে এলেও সম্প্রতি সায়নীকে দেখা গেছে বড়পর্দায়। নিয়মিত অভিনয় চর্চায় না থাকা এবং সেই সঙ্গে রাজনৈতিক কর্মকাণ্ডে ব্যস্ত থাকার কারণে কিছু অভিনেত্রীর চেহারায় হয়তো পরিবর্তন হয়েছে, যা হয়তো স্বাভাবিক। কিন্তু এ বিষয়টি নিয়ে সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে সমালোচনার শিকার হচ্ছেন অভিনেত্রী-অভিনেতারা! সম্প্রতি এ নিয়ে কথা বললেন লকেট চট্টোপাধ্যায়।

চেহারার গড়ন নিয়ে বিজেপি নেত্রীকেও বিপুল সমালোচনার মুখোমুখি হতে হয়েছে। প্রায় ১০-১২ বছর হলো ক্যামেরা থেকে দূরে আছেন অভিনেত্রী লকেট। ফলে তার ছিপছিপে গড়নেও এখন অনেক পরিবর্তন এসেছে। একই পরিবর্তন দেখা গেছে নায়িকা ও রাজনীতিবিদ সায়ন্তিকার ক্ষেত্রেও। 

প্রকাশ্যে অনেকের কাছে চেহারার জন্য কথাও শুনতে হয়েছে অভিনেত্রীকে। সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে নেতিবাচক মন্তব্য শুনতে হচ্ছে। সেই আলোচনা-সমালোচনা অত্যন্ত বিরক্তির কারণ বলে মনে করেন লকেট।

লকেট ও সায়ন্তিকার দুজনেরই রাজনৈতিক মতাদর্শ আলাদা। তারপরও এ ক্ষেত্রে সায়ন্তিকার পাশে দাঁড়িয়েছেন লকেট। অভিনেত্রী বলেন, আমরা যারা রাজনীতির জগতের সঙ্গে যুক্ত, তাদের খাওয়া-দাওয়ার কোনো ঠিক থাকে না। হয়তো দুপুরের খাবারই খান বিকাল ৫টায়। তাহলে চেহারা কি ঠিক থাকে? আর তা ছাড়া কাজে মন দেব, না নিজের চেহারা নিয়ে ভাবব?

এর আগে অভিনেত্রী তথা তৃণমূল বিধায়ক সায়ন্তিকাও একই উত্তর দিয়েছিলেন। সেই সুরেই সুর মেলালেন বিজেপি নেত্রী লকেট। তিনি বলেন, সায়ন্তিকাকে যদি কেউ চেহারা নিয়ে আক্রমণ করে থাকেন, সেটি একেবারেই অনুচিত। কারণ যখন আমরা অভিনয় করি, তখন অবশ্যই চেহারার দিকে নজর দিই। যখন যেটা করব সেটাই মন দিয়ে করতে চাই। লকেট মনে করেন, চেহারা নিরিখে যদি কেউ বিচার করেন তাহলে তা সত্যি নিন্দনীয়।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম