কিংবদন্তি গীতিকবি শহীদ মাহমুদ জঙ্গী। ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
কিংবদন্তি গীতিকবি শহীদ মাহমুদ জঙ্গীর জীবন চলার সত্তর বছর উদযাপনের উদ্দেশ্যে শুক্রবার (১২ ডিসেম্বর) ঢাকার রাশান হাউজে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘আপন আলোয় শহীদ মাহমুদ জঙ্গী: গানে গানে সত্তর’ শীর্ষক অনুষ্ঠান। অনুষ্ঠানটি আয়োজন করছে আজব কারখানা।
অনুষ্ঠানে গীতিকবি শহীদ মাহমুদ জঙ্গীকে নিয়ে লেখা স্মৃতিচারণ ও গবেষণাধর্মী লেখার সংকলন ‘আপন আলোয় শহীদ মাহমুদ জঙ্গী: গানে গানে সত্তর’ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হবে। বইটি সম্পাদনা করেছেন জয় শাহরিয়ার। সহ সম্পাদক হিসাবে কাজ করেছেন নিশীথ সূর্য ও শাহরিয়ার আদনান শান্তনু।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে শহীদ মাহমুদ জঙ্গীর লেখা গান পরিবেশন করবেন রফিকুল আলম, সোলস, রেনেসাঁ, সামিনা চৌধুরী, নাসীম আলী খান প্রজেক্ট, বাপ্পা মজুমদার, পান্থ কানাই, জয় শাহরিয়ার, সুমন কল্যাণ, কিশোর দাশ, নিশীথ সূর্য ও লার্ন গিটার উইথ আসাদের শিশু শিল্পীরা।
তবে অনুষ্ঠানটি শুধু আমন্ত্রিত অতিথিদের জন্য।

