Logo
Logo
×

বিনোদন

১৫ বছর পর আসছে ‘থ্রি ইডিয়টস’-এর সিক্যুয়েল

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১১ ডিসেম্বর ২০২৫, ০১:৪৩ পিএম

১৫ বছর পর আসছে ‘থ্রি ইডিয়টস’-এর সিক্যুয়েল

বলিউডের কালজয়ী ব্লকবাস্টার ৩ ইডিয়টস–এর সিক্যুয়েল আসছে অবশেষে। ছবি: সংগৃহীত

বলিউডের কালজয়ী ব্লকবাস্টার ৩ ইডিয়টস–এর সিক্যুয়েল অবশেষে আসছে। মুক্তির ১৫ বছর পর আবারও এক ফ্রেমে দেখা যাবে আমির খান, কারিনা কাপুর খান, আর. মাধবন ও শারমান জোশিকে। ছবিটি পরিচালনা করবেন রাজকুমার হিরানি এবং প্রযোজনা করবেন বিধু বিনোদ চোপড়া।

সরাসরি প্রথম পর্বের গল্পের পর

প্রতিবেদনে বলা হয়েছে, সিক্যুয়েলটি ২০০৯ সালের ছবির সরাসরি ধারাবাহিকতা হিসাবেই তৈরি হচ্ছে। প্রায় দেড় দশক পর ফের দেখা মিলবে র‍্যাঞ্চো, পিয়া, ফারহান ও রাজুর। প্রথম ছবির আবেগঘন সমাপ্তির পর চরিত্রগুলোর জীবনে কী পরিবর্তন এসেছে—তা নিয়েই এগোবে নতুন কাহিনী। সংশ্লিষ্ট সূত্রের ভাষ্য, এটি হবে নতুন, অর্থবহ এবং হাস্যরসাত্মক এক অভিযান।  

পিঙ্কভিলাকে দেওয়া এক সূত্রের উদ্ধৃতি অনুযায়ী, স্ক্রিপ্ট চূড়ান্ত হয়েছে। পুরো টিম ভীষণ উত্তেজিত। তারা মনে করছে, প্রথম ছবির সেই যাদু ফিরে এসেছে—আগের মতোই মজার, আবেগী এবং অর্থবহ গল্প। 

কেন এখন সিক্যুয়েল

জানা গেছে, দাদাসাহেব ফালকে-কে নিয়ে আমির খান ও হিরানির নতুন বায়োপিকের চিত্রনাট্য নিয়ে নির্মাতাদের সন্তুষ্টি না থাকায় কাজটি আপাতত স্থগিত হয়েছে। এই সুযোগে হিরানি বহুদিনের পরিকল্পনা—৩ ইডিয়টস সিক্যুয়েল—নিয়ে আবার বসেন। বহু বছর ধরে তিনি এই ছবির দ্বিতীয় খণ্ড করার কথা ভাবছিলেন, কিন্তু গল্পকে ‘নিখুঁত’ না মনে হওয়ায় এগোচ্ছিলেন না। এবার তিনি সময় নিয়ে গল্পটি পূর্ণাঙ্গভাবে বিস্তৃত করেন এবং এটিকে নির্মাণের জন্য উপযুক্ত মনে করছেন। 

২০০৯ সালের ছবির স্থায়ী ছাপ

২০০৯ সালের ক্রিসমাসে মুক্তির পর ৩ ইডিয়টস হয়ে ওঠে বলিউডের অন্যতম জনপ্রিয় ও সর্বাধিক আয়কারী ছবি। ভারতীয় শিক্ষা ব্যবস্থার সমালোচনা, বন্ধুত্ব, আবেগ ও হাস্যরস—সব মিলিয়ে ছবিটি দর্শক-সমালোচকদের কাছ থেকে ব্যাপক প্রশংসা কুড়ায়। এখনও ভারতসহ বিশ্বজুড়ে ছবিটির জনপ্রিয়তা অমলিন।

যদিও এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি, তবে সিক্যুয়েলের খবরে সামাজিক যোগাযোগমাধ্যমে উৎসাহ ছড়িয়ে পড়েছে। স্ক্রিপ্ট চূড়ান্ত হওয়ার খবর নিশ্চিত হওয়ায় বলিউডের সবচেয়ে প্রতীক্ষিত সিক্যুয়েলগুলোর একটি হিসাবে প্রত্যাশা আরও বেড়েছে। 

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম