স্বামী ধর্মেন্দ্রর স্মরণসভায় কান্নাজড়িত কণ্ঠে যা বললেন হেমা মালিনী
বিনোদন ডেস্ক
প্রকাশ: ১২ ডিসেম্বর ২০২৫, ১১:৪৩ এএম
|
ফলো করুন |
|
|---|---|
বলিউডের কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্র মারা যাওয়ার পর থেকে দেওল পরিবারের অন্দরের সংঘাত নাকি স্পষ্ট হয়েছে। ধর্মেন্দ্রের জন্য মুম্বাইয়ে একটি স্মরণসভার আয়োজন করেন তার প্রথম স্ত্রী এবং দুই ছেলে সানি ও ববি দেওল। সেখানে ছিলেন না দ্বিতীয় অভিনেত্রী হেমা মালিনী।
এবার অভিনেতার জন্য দিল্লিতে স্মরণসভার আয়োজন করেন মথুরার সংসদ সদস্য তথা অভিনেত্রী হেমা মালিনী। তিনি এ দিন চোখের পানি ধরে রাখতে পারেননি। ছলছল চোখে অভিনেত্রী বলেন, আমাকে কোনো দিন ধরমজির জন্য স্মরণসভার আয়োজন করতে হবে, তা স্বপ্নেও ভাবিনি।
১৯৮০ সালে অভিনেত্রী হেমা মালিনী অভিনেতা ধর্মেন্দ্রকে বিয়ে করার পর থেকেই চড়াই-উতরাইয়ের মধ্য দিয়ে গেছে তাদের সম্পর্ক। আসলে ধর্মেন্দ্র প্রথম স্ত্রীর সঙ্গে সম্পর্ক ত্যাগ না করেই বিয়ে করেছিলেন হেমাকে। তার জন্য নিজের ধর্ম বদলাতে হয় অভিনেতাকে।
তাদের দুই সম্পর্ক ঘিরে ছিল দ্বন্দ্ব, জটিলতা ও টানাপোড়েন। ছিল আবেগও। প্রথম স্ত্রী প্রকাশ কৌরকে ত্যাগ করা যাবে না— এমনই নাকি নিদান দিয়েছিলেন অভিনেতার মা। যদিও কখনো ধর্মেন্দ্রর পরিবারকে বিরক্ত করেননি হেমা মালিনী। অভিনেত্রী নিজেই জানিয়েছিলেন— তিনি কাউকে কোনো দিন বিরক্ত করতে চাননি। কারণ তার বিশ্বাস— ভালোবাসায় আশা রাখতে নেই। বরং নিজেকে সমর্পণ করতে হয়। যদিও অভিনেতা জীবিত থাকাকালীন কখনো তাদের সম্পর্ক নিয়ে কোনো মন্তব্য করেননি।
ধর্মেন্দ্রর স্মরণসভায় অভিনেত্রী স্বীকার করেন নেন, তারা কখনো কাউকে ভয় পাননি। কারণ তাদের ভালোবাসা সত্যিই ছিল। সে কারণে একে অপরকে বিয়ে করেন। আমি সারাজীবন এই একটা পুরুষের জন্য সমর্পিত ছিলাম বলে জানান হেমা মালিনী।
