জিয়াউল ফারুক অপূর্ব। ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
বাবা হয়েছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। শুক্রবার (১২ ডিসেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে দুপুরে সাড়ে ১২টার দিকে বাবা হওয়া সুখবর জানিয়েছেন অভিনেতা।
অপূর্ব তার পোস্টে নবজাতক কন্যার একটি হাত ধরে থাকা ছবি যুক্ত করেন। কন্যার নাম রাখা হয়েছে আনায়া। কন্যা এবং তার মা শাম্মা দেওয়ান দুজনেই সুস্থ আছেন বলে পরিবার সূত্রে জানা গেছে। জানা যায়, অপূর্বর স্ত্রী শাম্মা দেওয়ান যুক্তরাষ্ট্রে কন্যাসন্তানের জন্ম দিয়েছেন।
ফেসবুকে অপূর্ব লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ! আমরা অত্যন্ত আনন্দিত ও কৃতজ্ঞতার সঙ্গে আমাদের ফুটফুটে কন্যাসন্তান আগমনের ঘোষণা দিচ্ছি। পৃথিবীতে স্বাগতম মিষ্টি আনায়া।’
সন্তানের জন্য দোয়া কামনা করে অভিনেতা লিখেছেন, ‘দয়া করে আমাদের ছোট্ট রাজকন্যাকে আপনাদের প্রার্থনায় রাখবেন। আপনারা আমাদের প্রতি যে অফুরন্ত ভালোবাসা ও সমর্থন করেন, তার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।’
অভিনেতা বাবা হওয়ার খবরে তাকে শুভেচ্ছা জানিয়েছেন অনুরাগী এবং দীর্ঘদিনের সহকর্মীরা। শুভেচ্ছাবার্তায় ছেয়ে গেছে পোস্টের মন্তব্যের ঘর।
২০২১ সালের ২ সেপ্টেম্বর শাম্মা দেওয়ানকে বিয়ে করেন জিয়াউল ফারুক অপূর্ব।

-67a04bd05c76f-693b5a9fd8547.jpg)