Logo
Logo
×

বিনোদন

ছেলের জন্মদিনে এক ফ্রেমে নেই রাহুল-প্রিয়াংকা, যা বললেন অভিনেতা

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৩ ডিসেম্বর ২০২৫, ১১:৫২ এএম

ছেলের জন্মদিনে এক ফ্রেমে নেই রাহুল-প্রিয়াংকা, যা বললেন অভিনেতা

টালিউডের জনপ্রিয় অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় ও অভিনেত্রী প্রিয়াংকা সরকার দম্পতি সদ্য ছেলে সহজের জন্মদিন পালন করেছেন। এ তারকা দম্পতি ছেলের জন্মদিন হইচই করে পালন করেছেন। তবে গণমাধ্যমে প্রশ্ন উঠেছে— তারা কি আলাদা আলাদাভাবে ছেলের জন্মদিন পালন করেছেন? প্রিয়াংকা সরকার কি সহজের জন্মদিন রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়কে নিয়ে পালন করলেন, নাকি আলাদাভাবে?

সম্প্রতি একটি গণমাধ্যমের এক সাক্ষাৎকারে যতবার রাহুলকে প্রশ্ন করা হয়েছে, ততবার তিনি বলেছেন—আমরা এক। যদিও ছেলের জন্মদিনে একফ্রেমে দেখা যায়নি এ তারকা দম্পতিকে। তাহলে কি তারা আলাদাভাবে ছেলের জন্মদিন পালন করলেন?

এমন প্রশ্নের উত্তরে রাহুল বলেন, আমরা যে এক, সেটা বোঝাতে কি এবার একসঙ্গে ছবি তুলে প্রমাণ দিতে হবে? কেন দেব? কীসের দায় আমার? দীর্ঘশ্বাস ফেলে অভিনেতা বলেন, সহজ আর প্রিয়াংকার সব ছবি ও জন্মদিনের উদযাপনের ছবি— সব তিনি তুলে দিয়েছেন। তাই ক্যামেরার সামনে আসার সময় পাননি। 

কিন্তু ছবি যে বলছে অন্য কথা! তিনিও সহজের সঙ্গে ছবি তুলেছেন। সেখানে নেই প্রিয়াংকা সরকার। রাহুল বলেন, সেই ছবি কি তাহলে অভিনেত্রী স্ত্রী তুলে দিয়েছেন? এ জবাব অবশ্য মেলেনি।

 তবে সহজের জন্মদিন তারা বড় করে উদযাপন করেছেন, সে কথা জানিয়েছেন রাহুল। তিনি বলেন, সহজের একদম ছেলেবেলার বন্ধু, এখনকার বন্ধু— সবাই এসেছিল। প্রিয়াংকা অনেক ইনডোর গেমসের আয়োজন করেছিল। বন্ধুরা একসঙ্গে হওয়া মানেই হইহুল্লোড়। দেখতে দেখতে ছেলেবেলায় পৌঁছে গিয়েছিলাম। 

ছেলের বন্ধুদের জন্য তারকা দম্পতি রকমারি পিৎজা, বার্গারসহ নানা খাবারের আয়োজন করেছিলেন। অভিনেতা বলেন, আমাদের মেন্যু আলাদা। আমার পরিবার, প্রিয়াংকার পরিবারের জন্য ছিল পোলাও, মাংস ও পায়েস। আমাদের থেকে সহজ কেবল পায়েসে ভাগ বসিয়েছে।

রাহুল বলেন, ২০২৫ সাল ভালোই কেটেছে তাদের। বছরের শুরুতে ‘সত্যি বলে সত্যি কিছু নেই’, বছরের শেষে ‘দি অ্যাকাডেমি অব ফাইন আর্টস’-এর মতো সফল সিনেমা তার ঝুলিতে। এ ছাড়া ‘এরাও মানুষ’সহ একাধিক সিনেমার শুটিং চলছে তার। ডাক পেলে ছোটপর্দাতেও ফিরব বলে জানান অভিনেতা।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম