Logo
Logo
×

বিনোদন

আমাকে মোটা বলে বাদ দেওয়া হয়েছিল: রাধিকা আপ্তে

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২১ ডিসেম্বর ২০২৫, ০৯:০০ পিএম

আমাকে মোটা বলে বাদ দেওয়া হয়েছিল: রাধিকা আপ্তে

বলিউড অভিনেত্রী রাধিকা আপ্তে বাংলা, মারাঠি, তেলেগু, তামিল ও মালায়লাম ভাষায় সিনেমা করে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। সম্প্রতি মা হয়েছেন অভিনেত্রী। সন্তান জন্মের পর স্বাভাবিকভাবেই তার ওজন বৃদ্ধি পেয়েছে। তবে অতীতের সেই ট্রমা কাটিয়ে এখন তিনি জীবনকে নতুনভাবে দেখতে শিখেছেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে এমন কথাই বলেছেন অভিনেত্রী।

 রাধিকার এ স্বীকারোক্তি আবারও চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল— পর্দা কাঁপানো তারকাদেরও ক্যারিয়ার টিকিয়ে রাখতে কতটা অমানবিক মানসিক চাপের মধ্য দিয়ে যেতে হয়। যদিও বিনোদন জগতে নায়িকাদের সৌন্দর্যের মাপকাঠি হচ্ছে কেবল ছিপছিপে শারীরিক গড়ন। এর সামান্য ব্যতিক্রম হলেই জুটছে কড়া সমালোচনা। 

এর আগে মা হওয়ার পর ওজন বৃদ্ধি পাওয়ায় সাবেক বিশ্বসুন্দরী অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চনকেও সহ্য করতে হয়েছিল তীব্র কটাক্ষ। এবার প্রায় একই ধরনের অভিজ্ঞতার সম্মুখীন হন অভিনেত্রী রাধিকা আপ্তে।

গণমাধ্যম সূত্রে জানা গেছে, অভিনয়জীবনের শুরুর দিকে একটি বড় প্রোডাকশনের সিনেমায় কাজ করার সুযোগ পেয়েছিলেন রাধিকা আপ্তে। কিন্তু শুটিং শুরুর আগেই ঘটে এক অনাকাঙ্ক্ষিত ঘটনা। শুটিং শুরুর আগে তিনি ছুটিতে ঘুরতে যাওয়ার পরিকল্পনা করেছিলেন। বিষয়টি তিনি সংশ্লিষ্টদের আগে থেকেই জানিয়ে রেখেছিলেন। এমনকি ঘুরতে গিয়ে ডায়েট করবেন না এবং ওজন কিছুটা বাড়তে পারে তাও স্পষ্ট করেছিলেন।

অভিনেত্রী বলেন, তখন আমার বয়স কম ছিল, মেটাবলিজমও ছিল দুর্দান্ত। আমি জানতাম ফিরে এসে দ্রুতই ওজন কমিয়ে ফেলতে পারব। কিন্তু শুটিংয়ের আগে একটি ফটোশুটে আমাকে অংশ নিতে হয়। সেখানে আমায় কিছুটা মোটা দেখাচ্ছিল। সে কারণে আমাকে মোটা বলে বাদ দেওয়া হয়েছিল।

রাধিকা আপ্তে বলেন, সেই কাজ হাতছাড়া হওয়ার পর তিনি মানসিকভাবে প্রচণ্ড ভেঙে পড়েন। তার মনে ওজনের ব্যাপারে এক ধরনের ভীতি তৈরি হয়ে গিয়েছিল। সামান্য ওজন বাড়লেই তিনি আতঙ্কিত হয়ে পড়তেন যে, তাকে হয়তো আবারও কাজ হারাতে হবে। দীর্ঘ সময় এই ট্রমার মধ্য দিয়ে যাওয়ার পর শেষ পর্যন্ত তিনি পেশাদার মনোবিদের সাহায্য নিতে বাধ্য হন।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম