ওসমান হাদির মৃত্যুতে যা বললেন অভিনেত্রী শিরিন শিলা
বিনোদন ডেস্ক
প্রকাশ: ২১ ডিসেম্বর ২০২৫, ০৯:০৪ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
জুলাই গণ-অভ্যুত্থানের সম্মুখসারির লড়াকু যোদ্ধা ও জাতীয় সংসদ নির্বাচনের পদপ্রার্থী ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুতে দেশব্যাপী শোকের ছায়া নেমে আসে। সন্ত্রাসী হামলায় এ ক্ষণজন্মার মৃত্যুতে একদিনের (শনিবার) রাষ্ট্রীয় শোক পালন করা হয়।
বৃহস্পতিবার রাত পৌনে ১০টার দিকে সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ওসমান হাদি। এর আগে ১২ ডিসেম্বর রাজধানীর পুরানা পল্টনে নির্বাচনী প্রচারের সময় সন্ত্রাসীদের গুলিতে মাথায় গুরুতর আঘাত পেয়েছিলেন তিনি। টানা ছয় দিন মৃত্যুর সঙ্গে লড়াই শেষে হার মাননে এ বিপ্লবী তরুণ নেতা।
ইনকিলাব মঞ্চের মুখপাত্রের আকস্মিক মৃত্যুতে স্তব্ধ হয়ে পড়েন বিনোদন জগতের তারকারাও। হাদির মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়ার পর পরই সামাজিক মাধ্যমে আবেগঘন পোস্ট দিতে থাকেন তারা। এবার ওসমান হাদির মৃত্যুতে চোখের পানি ফেলেন ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী শিরিন শিলা। যে চোখের পানি তিনি জীবনে আর কারও জন্যই কখনো ফেলেননি। এমনটাই জানালেন অভিনেত্রী।
ওসমান হাদির অকাল মৃত্যুতে কষ্ট পাচ্ছেন জানিয়ে শিরিন শিলা বলেন, মনে হচ্ছে আমার হৃদয় থেকে রক্তক্ষরণ হচ্ছে। জীবনে কোনো দিনই আমি কারও জন্য এভাবে কাঁদিনি। হাদি ভাইকে আগে এতটা চিনতাম না। উনি যখন গুলি খেলেন, তখন ওনাকে নিয়ে অনেক রিসার্চ করলাম।
অভিনেত্রী বলেন, তার বিপ্লবী কবিতা, তার বিপ্লবী যে কথাবার্তা, প্রতিটি কথায় দেশের প্রতি ভালোবাসার একটা ঘ্রাণ আছে। এরপর থেকে আমি সত্যিই সত্যি উনার ফ্যান হয়ে গেছি। উনার প্রতিটা কথা, প্রতিটা ইন্টারভিউ দেখেছি।
তিনি বলেন, আমি নীরবে কান্না করেছি। আমি দোয়া করি, আল্লাহ তাকে বেহেশত নসিব করুন। উনাকে আমরা শহীদ হিসেবেই মানি। আমি চাই, আল্লাহ তাকে অনেক ভালো রাখবেন। আমি চাই তাকে যারা খুন করেছে, তাদের শাস্তি হবে। আল্লাহ তাকে এই দুনিয়াতেই শাস্তি দেবে।
