Logo
Logo
×

বিনোদন

‘কেয়ামত থেকে কেয়ামত’-এর প্রযোজক সুকুমার রঞ্জন ঘোষ আর নেই

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৩ ডিসেম্বর ২০২৫, ০৭:৫৪ পিএম

‘কেয়ামত থেকে কেয়ামত’-এর প্রযোজক সুকুমার রঞ্জন ঘোষ আর নেই

সুকুমার রঞ্জন ঘোষ। ছবি: সংগৃহীত

ঢালিউডে সালমান শাহ ও মৌসুমীর জনপ্রিয় জুটি দর্শকের হৃদয়ে স্থায়ী আসন করে নেয় তাদের প্রথম সিনেমা দিয়েই। ‘কেয়ামত থেকে কেয়ামত’ ছবির মাধ্যমে এই জুটির যাত্রার পেছনে যিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন, সেই প্রযোজক সুকুমার রঞ্জন ঘোষ আর নেই। সোমবার (২২ ডিসেম্বর) ৭০ বছর বয়সে তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন।

ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। চলচ্চিত্র পরিচালক গাজী মাহবুব সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

চলচ্চিত্র অঙ্গনে সুকুমার রঞ্জন ঘোষ কেবল একজন সফল প্রযোজকই ছিলেন না, বিভিন্ন ক্ষেত্রে দায়িত্বশীল ভূমিকাও পালন করেছেন তিনি। তিনি মুন্সিগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য ছিলেন। পাশাপাশি এফবিসিসিআইয়ের সাবেক পরিচালক এবং বাংলাদেশ চলচ্চিত্র পরিবেশক সমিতির সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেন।

‘কেয়ামত থেকে কেয়ামত’-এর বাইরে তার প্রযোজনা প্রতিষ্ঠানের ব্যানারে নির্মিত ‘স্বজন’, ‘আমার ঘর আমার বেহেশত’, ‘লড়াই’, ‘অমর সঙ্গী’, ‘বিয়ের ফুল’সহ একাধিক সিনেমা ব্যবসাসফল হয় এবং দর্শকপ্রিয়তা লাভ করে।

চলচ্চিত্র প্রযোজক–পরিবেশক সমিতি জানিয়েছে, সুকুমার রঞ্জন ঘোষের মৃত্যুতে দেশের চলচ্চিত্রশিল্পে এক অপূরণীয় শূন্যতার সৃষ্টি হয়েছে। সংগঠনটির পক্ষ থেকে তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে।

জানা গেছে, তিনি দীর্ঘ প্রায় ১৮ বছর ধরে পারকিনসন রোগে ভুগছিলেন। সম্প্রতি নিউমোনিয়ায় আক্রান্ত হলে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। ধানমন্ডির বাসায় অবস্থানকালে শারীরিক অবস্থার অবনতি ঘটলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থাতেই সেখানে তার মৃত্যু হয়।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম