তারেক রহমানের বক্তব্য শুনে যা বললেন পরীমণি
বিনোদন ডেস্ক
প্রকাশ: ২৫ ডিসেম্বর ২০২৫, ০৯:৫৮ পিএম
ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
দীর্ঘ ১৭ বছরের পর দেশে ফিরে রাজধানীর ৩০০ ফিট এলাকার গণসংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিশাল গণসংবর্ধনায় তার দেওয়া বক্তব্য এখন টক অব দ্য কান্ট্রি। সাধারণ মানুষের পাশাপাশি শোবিজ অঙ্গনের তারকাদের মাঝেও এই ভাষণ ব্যাপক সাড়া ফেলেছে।
এবার সেই মুগ্ধতার তালিকায় যোগ দিলেন হালের জনপ্রিয় চিত্রনায়িকা পরীমনি।
ফেসবুকে দেওয়া এক পোস্টে পরীমনি লেখেন, ‘আজ এ দেশের মানুষ চায়’… যখন বললেন একদম শিরদাঁড়ায় এসে বিঁধলো। কি যে এক মুগ্ধতা ছড়িয়ে পড়ল চারিদিকে! শান্তি নেমে আসুক সবার জীবনে আর কিছু চাওয়ার নেই।’
তারেক রহমানের মুখে সাধারণ মানুষের অধিকারের কথা শুনে পরীমনির এই প্রশংসা সামাজিক যোগাযোগ মাধ্যমে এখন ভাইরাল। শুধু পরীমনিই নন, শোবিজ জগতের আরও অনেক তারকা তারেক রহমানের এই ইতিবাচক ও ভারসাম্যপূর্ণ বক্তব্যের প্রশংসা করছেন।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বেলা ৩টা ৫৭ মিনিটে তারেক রহমান বক্তব্য শুরু করেন। মঞ্চে তাকে স্বাগত জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গণসংবর্ধনায় ‘প্রিয় বাংলাদেশ’ বলে বক্তব্য শুরু করেন তিনি।
তারেক রহমান বলেন, প্রথমেই রাব্বুল আলামিনের প্রতি শুকরিয়া আদায় করছি। মহান রাব্বুল আলামিনের দোয়ায় মাতৃভূমিতে ফিরে এসেছি।
তিনি বলেন, ‘৭১ এ দেশের মানুষ যেমন স্বাধীনতা অর্জন করেছিল ২০২৪ সালে তেমন সর্বস্তরের মানুষ, সবাই মিলে এ দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে রক্ষা করেছিল। আজ বাংলাদেশের মানুষ কথা বলার অধিকার ফিরে পেতে চায়। তারা তাদের গণতন্ত্রের অধিকার ফিরে পেতে চায়।’
