Logo
Logo
×

বিনোদন

‘কেউ বাড়াবাড়ি করলে কোনো ছাড় হবে না’

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৭ ডিসেম্বর ২০২৫, ১০:০৭ পিএম

‘কেউ বাড়াবাড়ি করলে কোনো ছাড় হবে না’

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত অভিনেত্রী মিষ্টি জান্নাত। সমসাময়িক নানা বিষয়ে সোজাসাপ্টা কথা বলে আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকেন তিনি।

সম্প্রতি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজের এক স্ট্যাটাসে মিষ্টি জান্নাত লেখেন, ‘যা আমার অনেক সাধনার এবং কষ্ট করে অর্জিত, তা নিয়ে কেউ বাড়াবাড়ি করলে কোনো ছাড় দেওয়া হবে না। মানুষের জন্য জাল বিছালে নিজেকেই সেই জালে আটকা পড়তে হয়। রিল্যাক্স।’

মিষ্টির এই রহস্যময় পোস্টটি মুহূর্তেই নেটিজেনদের নজর কেড়েছে। কাকে উদ্দেশ্য করে এই কড়া বার্তা দিয়েছেন তিনি, তা স্পষ্ট না করলেও বিষয়টি নিয়ে তার ভক্ত-অনুরাগীদের মাঝে বেশ কৌতূহল তৈরি হয়েছে।

তার সেই পোস্টের নিচে মন্তব্য করে একাত্মতা প্রকাশ করছেন অনেকেই। একজন নেটিজেন লিখেছেন, ‘একদম ঠিক বলেছেন।’ আবার মিষ্টির প্রতি সমর্থন জানিয়ে অন্য এক ভক্ত লিখেছেন, ‘এত সাহস কার হলো? আমরা আছি তোমার সাথে।’

২০১৪ সালে ‘লাভ স্টেশন’ সিনেমার মাধ্যমে রুপালি পর্দায় অভিষেক হওয়া এই নায়িকা বর্তমানে অভিনয়ের পাশাপাশি দন্তচিকিৎসক হিসেবেও পরিচিত। 

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম