Logo
Logo
×

বিনোদন

বুবলীকে নিয়ে ভারতীয় মিডিয়ায় গুজব

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৭ ডিসেম্বর ২০২৫, ১০:২৭ পিএম

বুবলীকে নিয়ে ভারতীয় মিডিয়ায় গুজব

ছবি: সংগৃহীত

চিত্রনায়িকা শবনম বুবলীকে ঘিরে ভারতীয় গণমাধ্যমে নতুন করে গুজব ছড়িয়েছে বলে অভিযোগ করেছেন তিনি। কলকাতার একাধিক অনলাইন ও প্রিন্ট মিডিয়ায় প্রকাশিত খবরে দাবি করা হয়, ‘বাংলাদেশের নায়িকা বুবলী ফের মা হতে যাচ্ছেন’। তবে এসব খবরকে পুরোপুরি ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন বুবলী।

প্রতিবেদনগুলোতে বলা হয়, শাকিব খানের সঙ্গে ভ্রমণের সূত্র ধরেই এই গুঞ্জন তৈরি হয়েছে। প্রায় তিন মাস আগে বুবলী তার ছেলে বীরকে নিয়ে যুক্তরাষ্ট্রে ছুটি কাটান। একই সময়ে সেখানে ছিলেন শাকিব খানও। ওই সময় তাদের অন্তরঙ্গ মুহূর্ত কেটেছেএমন দাবি করা হয় কিছু প্রতিবেদনে।

এদিকে সম্প্রতি একটি অনুষ্ঠানে অংশ নেন বুবলী। সেখানে নাচ পরিবেশন করেন তিনি। পরনে ছিল ঘাগরা। অনুষ্ঠানের ফাঁকে দর্শকদের সঙ্গে তোলা কয়েকটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা ভাইরাল হয়। সেই ছবি ঘিরেই কিছু নেটিজেন দাবি করেন, বুবলী নাকি অন্তঃসত্ত্বা।

তবে এ ধরনের খবরে বিরক্তি প্রকাশ করে বুবলী জানান, এসব সম্পূর্ণ গুজব এবং এর কোনো ভিত্তি নেই।

উল্লেখ্য, প্রথমবার মা হওয়ার আগেও বুবলীর অন্তঃসত্ত্বা হওয়া নিয়ে নানা আলোচনা হয়েছিল। তখন তিনি স্বামী বা সন্তানের বাবার পরিচয় প্রকাশ করেননি। পরে সন্তানসহ মিডিয়ার সামনে এসে জানান, শাকিব খানই তার স্বামী। তবে কিছুদিন পর শাকিব খান প্রকাশ্যে বুবলীকে স্ত্রী হিসেবে অস্বীকার করেন এবং তার বিরুদ্ধে গুরুতর অভিযোগ তোলেন। সে সময় বুবলী বলেছিলেন, শাকিব তার সন্তানের বাবা, তাই তাকে অপমান করতে চান না

এই প্রেক্ষাপটের কারণেই এবারও তার অন্তঃসত্ত্বা হওয়া নিয়ে গুঞ্জন ছড়িয়েছে বলে মনে করছেন অনেকে। অন্যদিকে শাকিব খানকে ঘিরে তার প্রাক্তন স্ত্রী অপু বিশ্বাস ও দ্বিতীয় স্ত্রী বুবলীর সম্পর্কের টানাপোড়েন নতুন নয়। শাকিব খান প্রকাশ্যে অপু বিশ্বাসকে ডিভোর্স দেওয়ার কথা বলেছেন। একই সঙ্গে বুবলীর সঙ্গে সেপারেশনের কথাও জানান তিনি। তবে দেশের বাইরে তাদের একসঙ্গে দেখা যাওয়ার ঘটনাও বিভিন্ন সময়ে আলোচনায় এসেছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম